রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

তাপসী লাহা


তাপসী লাহা

আস্বাদের আবেশে

ঘরবাড়ি বদলে রোদেরা চুমুক লাগায় ভোরের কানায়
ও পেয়ালা সাথে নেবে  রোদঝিলিকের সোহাগ!
মোহরজলে অনেকখানি  আদর, জলকেলিতে বোশেখ
বুলায়  দখিণ ছোঁয়া,
পুকুর পাশটি ঘেষে নিসঙ্গ ডাহুকমগ্নতা      আর
তুচ্ছ যাপন   হিসেব কষে চড়ুইভাতির।

আমি রোদের ঝাঁঝে খুঁজে  বেড়াই হরিণ রুপের   আকর্ষ।
লতিয়ে বেড়ে ওঠা  অবাক পাঠক্রমের ঘাপটি ফিসফাস।

আকর্ষর কথা হলে আমরা চেয়ে দেখি   পলাশবিগত
দ্যোতনায় ভরাট  কোলাহলের নদীনালা যার গা ঘেষে
তরঙ্গায়িত রবিময়তা আরো আরো দাও প্রাণ।


ভিজে যাই কোকিলগানে, রুপ রঙের নিশেষ ঘ্রাণে
জেগে ওঠে সৃষ্টি, জেগে যাই  সুরের খেয়াল হবো বলে।