রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

শর্মিষ্ঠা মুখার্জি


শর্মিষ্ঠা মুখার্জি

আমার রবীন্দ্রনাথ

আর তবে কি ভালোবাসার উটকো অভিমান
নিটোল বিকেল সাঙ্গ করে মেঠো পথের টান,
মাঝখানেতে পাতার শরীর আলোর অবশেষ
বটের মত দাঁড়িয়ে কবি, কাটল না আর রেশ!

এক আলোড়ন জন্ম দিল সহজ ঘেরা পাঠে
তার দোলাতে আজও বাঁচি, ঘোর যেন না কাটে,
মন দিয়েছে অমিত যাকে লাবণ্যের প্রাণ
দোহায় মিলে গেয়েছিল বসন্তেরই গান,

মানবতার দাবি তোমার ডাক দিয়েছ' ঘুরে
রবির কিরণচ্ছটা জয়ী মানব অন্তঃপুরে
হওনি ছবি যুগ পেরিয়েও শতাব্দী প্রাচীন কবি
স্মৃতির ভিতর আটকে আছো ফ্রেম বাঁধানো ছবি।

ঋণী জীবন ঋণী জগত তোমার পায়ের কাছে
আমার প্রেম উজাড় করে তোমায় দেওয়া আছে,
শব্দপুরের আঙিনাতে তোমার প্রতিশ্রুতি
দেরাজ পেরিয়ে শিরোনামে পৃথিবী পেয়েছে গতি।

স্বপ্নখেতের চারিদিক আজ লুঠতরাজে ঘেরা
সকাল বিকাল পৃষ্ঠা গুনি, শূন্যে উষ্ণতারা
নীতি কোথায় ঠুনকো বিবেক আজকে কোথায় তুমি
কে বলবে তোমার সাধের এ কোন জন্মভূমি!

প্রেমিক কবি চিরহরিৎ অনেক আলোকবর্ষ পরে
ডুবতে ডুবতে ভেসে উঠি তোমার পূজার ঘরে,
বোধজাগানি ঘুমভাঙানি অপেক্ষা মাঝখানে
স্মরি তোমায় রোজ সকালে, তোমার গানে গানে।