বিশ্বজিৎ
দেব
পঁচিশে বৈশাখ
শরীরে নৌকো জড়ানো একটি মহানদী
অতিক্রম করে গিয়েছিল গোটা
বাংলাদেশ
তাঁকে ধরা দিয়েছিলো প্লাবনের জল
আমের মুকুল,
সাজানো পানসির রঙ লতাপাতা, পলির
অনুপ্রাস
আকাশের আহ্লাদ হয়ে আলখাল্লায়
আঁকা হয়েছিলো একটি ঝড়ের ঋতু
বাংলাভাষার মতো চকিত বিদ্যুত্
আর উপনিষদের হোম
এর একটু দুরেই ছিলো
ঘরছাড়া মানবীর মানহারা পাড়া
বিভাজিত গ্রাম, পুঁথিলেখা
সন্ধ্যার
এক ছায়ানদী, দুঃখী সনকা
যার নাম
গায়ে আলখাল্লা জড়ানো
একটি ঝড়ের ঋতু,
কালিঢালা পৃষ্ঠার আকাশ
গীতবিতানের মেঘ সেই থেকে
ছেয়ে আছে গোটা বাংলাদেশ,
যারপর থেকে শুরু
বিদুর শ্রাবণ,রচনাবলির
তোমার আমার কথা....