রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

ঝুমা মল্লিক


ঝুমা মল্লিক

বৈশাখী বেলা

লাল মাটির পথে,একলা আমি ।
এক ভোর বুকে নিয়ে এসেছি তোমার দ্বারে ।
তোমার খুব কাছে,তোমায় ছুঁয়ে আছি কেমন।
তোমায় সাজিয়েছি ,ফুলে ফুলে,শত ফুলের সাথে।
চন্দন রেখেছি বুকে। ধূপের গন্ধ বাতাসে।
কতবার তোমার চোখে লেপে দিয়েছি যন্ত্রণা।
বহন করেছো সহজেই।
উপহারে দিয়েছো এক মালা গাঁথার দেশ।
শোকের শহরে যাত্রা শুরু ।
কবি তুমি তো আমার প্রাণের দেবতা।
তুমি তো বুঝবে শূন্যতার গভীরতা ,
এক অমাবস্যার রাতে
তারাদের প্রতীক্ষা।
মেঠো পথে বাউল গান গেয়ে কি সুখ পায়?
কবি তুমি কি শুনেছো আর্তনাদের শব্দ।
সখা, সাজিয়ে দাও আমায় যন্ত্রণার মালা।
সন্ধ্যা দূরে। এসো কবি, তোমায় নিয়ে যাই কবিতার দেশে।
কত যন্ত্রণা মিশবে সেখানে।
জন্ম নেবে শব্দ। শব্দের মিছিলে হারিয়ে যায় মৃত্যু।
জন্মদিন হবে। কবি তোমার জন্মদিন।
মালা গাঁথা হলো শেষ
এক বৈশাখী বেলায় তোমার পূজা হোক।