শ্রীপর্ণা
গঙ্গোপাধ্যায়
জন্মদিন
পঁচিশে বৈশাখ এক জন্মদিনের নাম।
পাতাঝরা চৈত্রের দুপুরে সে একা
বসে থাকে
মগ্নতপস্বীর মত বটবৃক্ষের নীচে।
বর্ষায় ,বসন্তে সে
ভেসে বেড়ায়
মেঘে মেঘে ,আলোয় আলোয় ,সুরে সুরে
কড়িতে কোমলে ;
আনন্দে -বেদনায়
জন্মদিনে সে আসে ,কপালে চন্দন
ফোঁটা
গলায় দোলে মালা। পরিচিত
পোশাকের
আড়ালে হৃদয়ের সব ক্ষতস্থান ,অমিত দহন
সযত্নে আড়াল করে ,
সে এসে বসে সর্বসাধারণের মাঝে।
স্মিতমুখে বাড়িয়ে দেয় হাত।
আমরাও তার আঙুল ছুঁতে চাই
বাহ্যিক আয়োজনে ত্রুটি থাকে না।
অল্পে অল্পে এই আয়োজনে তার হাঁপ ধরে।
মালা ভারী লাগে , ধূপের ধোঁয়ায়
চোখ
জ্বালা করে।সোনাঝুরি গাছের তলায়,
চাঁদের রাতে যে একলা বাউল বসে
একতারা বাজায় ,
পঁচিশে বৈশাখ
তার পাশে এসে বসে।