রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেন
          
পঁচিশে বৈশাখ
        
নিস্তরঙ্গ দুপুর, কানাকানি করে রোদ
ঝলকে ঝলকে ঝরে রবীন্দ্র সংগীত
আকাশ গলা তুলে সুর গায়
মেলায় গলা পাখিকুল, বাতাসও

আম্রিকা ডাল শোনে মৌমাছি মৃদু গুঞ্জন
বিগলিত কান শোনে
রবীন্দ্র ভজনা, রাবীন্দ্রিক বন্দনা,,,,

না, অপরাহ্ন থাকে না চেয়ে আর
অমলিন প্রভাতের অপরূপ রঙে
দুর্বার আকাঙ্ক্ষা ---

এক অস্পষ্ট আঁধার কেটে নতুন ভোর আসে
খণ্ডে খণ্ডে দেখি নতুনের নব বার্তা,

কতদিন আগে হারিয়েছি সে  সুধা সুর
মনের বিকেলে বাঁধা সনাতনী দিঘিঘাট,

একান্তে কথা হলেই জেগে ওঠে ভোর
অপরূপ অন্ধকারে ভাঙে নির্মল রাত
নতুন আলোকে

পঁচিশে বৈশাখের জনম জনম বিশ্বাস
এক মুহূর্তে কোল বুক আলো করে
আঁধার পালিয়ে বাঁচে, আলোর সমুদ্র--

পলাশ রাঙা-বন, শিমুল ঝরা আলপথ,
অলক্তিকা হেসে ওঠে দুরন্ত এক্সপ্রেস
সৃজনে সৃজনে ভরে ওঠে শান্তিনিকেতন
নিভবে না ততদিন এই আলোছায়া
আয়ু আছে যতদিন এ পৃথিবীর

দিনে দিনে কাঙাল হয়ে যাচ্ছে পৃথিবী আমার
কাঙালিনী মনে জাগে শুধুই  পঁচিশে বৈশাখ