রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

দিব্যেন্দু শেখর দাস


দিব্যেন্দু শেখর দাস

কবির কবি

আকাশে বাতাসে মাটির গন্ধে মুক্তির স্বাদ
ওই দেখো 'বীরপুরুষ' চক্র ঘোরে অবিরাম
রাত্রির যবনিকায় কালো জামের সুধারস
চারিদিকে নতুন নতুন নবীনতার জয়গান
মল্লিকা মালতী পথ সাজায় বকুল গন্ধে আসে বার্তা
রুদ্র সন্ন্যাসীর জটাজাল থেকে আবির্ভূত হয় কালবৈশাখী
আবিরের রং মাখে কোকিলের কুহুতান
শিমুলে পলাশে গুঞ্জন কবির কবি এসেছে আঙিনায়।

'চিত্রাঙ্গদা'র জীর্ণ যৌবনে সতেজতা ঢালে 'রক্তকরবী'
'সোনারতরী' সেজে উঠে 'ঘরে বাইরে' ভিড় করে অজস্র 'রাজর্ষি '
'চণ্ডালিকা' আর 'অচলায়তন' নয় সে তোমার আমার ঘরের 'চিত্রা' 'চৈতালী'
'বলাকা' ছুটেছে 'পূরবী' দেশে জেগে আছে 'রাজা ও রাণী'
'ডাকঘর' খোলা আজও 'মহুয়া''শেষলেখা' পৌঁছায়নি
'বৌ-ঠাকুরাণীর হাট''নৈবেদ্য' সাজিয়ে বসেছে 'চোখের বালি'
 'চার অধ্যায়' পরেও 'বাল্মীকি-প্রতিভা''নৌকাডুবি' ঘটতে দেয়নি
'গোরা' নয় 'শ্যামলী' রঙে 'কড়ি ও কোমল'এ ঘেরা 'জন্মদিনে' আসে 'নবজাতক'
'তোমার সৃষ্টির পথ ' আঁকড়ে 'তাসের দেশ'এ বেঁচে আছে অসংখ্য 'বনফুল'
ভাগ্যের নির্মম পরিহাস সহস্রবার 'ভগ্নহৃদয়' হলেও তোমার 'বিসর্জন' হয়নি।