রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

সলিল মজুমদার


সলিল মজুমদার

কবিজন্ম

সমুদ্র।
কাছে এলে মনে হয়,
দুধের সর
মায়ের জাল দেয়া কড়াই উতড়ে পড়ছে।
আমি ঢেউয়ের কথা বলছি।
কে লাগালো আগুন
সমুদ্র তলায়?
কোন চুলোয় তুমি
নিজেকে উৎস্বর্গ করেছো কবি?
যে বিরামহীন ঢেউ আছড়ে
তোমার শেষ পদচিহ্ন মুছে দিয়ে যায়....
হ্যা আমি
চৈত্র শেষে
বৈশাখেই পা রাখছি।  
এক পা দু পা করে
পঁচিশ।
আমার জন্ম তখন জানিস।