রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

শুভশ্রী সাহা


শুভশ্রী সাহা

তবুও রবীন্দ্রনাথ

হারিয়ে ছিল পথ, নাকি হারাতে চেয়ে নিজেই
অভিমানী এক নদী, চিকচিকে তার বালুজল!

জীবন যখন মলিন,  রোদের তপ্ত ভূমি
প্রান্তিক জনারন্যে হাতছানি দাও তুমি

একলা একলা থাকা, কবিতার খাতা খোলা
লিখছে আঙুল মুদির হিসেব, অবেলাতে রাঁধা বাড়া!

রাঁধতে রাঁধতে লিখি, লিখতে লিখতে ভাবি
ভুবনডাঙার শূন্য মাঠে তুমি ফিরলে বুঝি!

উড়ছে ঘুড়ি টানছে লাঠাই কবির বড় ভিড়
বুকের মধ্যে একলা তুমি, কোপাই  আজো  স্থির

হারিয়ে ফিরি, তোমায় ভেবে পেরিয়ে কত ঘাত
ভিড়ের মাঝে  শুধু  তুমি একা রবীন্দ্রনাথ