রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

মতিউল ইসলাম


মতিউল ইসলাম

সব ঝুট হ্যায়

পুরানো দেওয়ালের পলেস্তারা খসে
ফুটে উঠেছে কবিগুরুর অবয়ব,
রবি এসেছে ঘর জুড়ে,
করতলে গীতাঞ্জলি,
বসে আছি বদ্ধঘরে
বাইরে রাজার অট্টহাসি,
নন্দিনীর রক্তে ভিজে যাচ্ছে
আমার আঙিনা,
বিশু পাগলা ভয়ংকর চিৎকার করতেই
খসে যায় আরো একখণ্ড পলেস্তারা,
চেয়ে দেখি পলেস্তারা নয় কবির হৃদয়।