নুরুন্নাহার
শিরীন
পড়েছো
নতুন লিপিকাজাল?
এই যাপিত
জীবনেরই শত শুভেচ্ছাবার্তা তখন
ডাকপিয়নের
রোদেলা খামের ভাঁজে অচেতন।
খুললে
হুড়মুড়িয়ে ঝুঁকে পড়তে থাকতো
একাকার গভীর
নদীময় সুখে গভীরে ঝরতো।
দূর গাঁয়ের
চামেলিখালা চিরকুটে গুঁজে দিতো
শুকনো
গোলাপফুল চিঠি তার ঘ্রাণ নিতো।
এখন জগতে
ডাকপিয়নের কাজ ফুরিয়েছে
কে আর এখন
লেখে চিঠি সে হারিয়ে গেছে।
এখন ধুমসে
ফেসবুক গ্রুপচ্যাট ইনবক্স নোটিশ
পেইজের
শতমুখী নামের হিড়িক আহাউহু ইশ।
কাজে ও অকাজে
কোটি ছদ্মনাম কী লেখে
কোটি
অদ্ভুতুড়ে আঙুল উঁচিয়ে কী লেখে?
নিশাচর হার
মেনে হুজুরের পুরুতের পায়ে
দিবানিশির
দুখের ধন দেয় কী ভাসায়ে?
শিখাকালে
চিরকুটে কে লিখেছিলো কী
সেই
অগ্নিদগ্ধ প্রথমার প্রেমলিপি পড়েছো কী?