রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

তৈমুর খান


তৈমুর খান

রবীন্দ্রনাথকে দেখি

আধ্যাত্মিক প্রশ্রয়ের মতো কোনো কোনো রাত আসে
যে রাতে রবীন্দ্রনাথকে দেখি
আলোর বলয় হয়ে চারিপাশ ঘিরে ঘিরে হাসে

ক্ষুৎপিপাসায় ডুবে থাকা জীবন ধুলো কাদায় মাখামাখি
অশ্রু বেদনার কলঙ্কে ভেজা
তবু এক লুকোনো ডানায় উড়তে থাকে অলৌকিক পাখি

এপারে ওপারে সাঁকো , মাঝে কাল প্রবাহের নদী
বয়ে চলে দীর্ঘ পথ
দুইপাশে জীবনের ঢল, নশ্বর মায়ায় খেলে রতি

বোঝালেন রবীন্দ্রনাথ, এখানেই তাঁহার ঘরের চাবি
মগ্নচৈতন্যের আঁধারে ডুবে আছে
অথবা সোনার তরী ভাসে, তরীতে আমাদের পার হওয়ার দাবি….

সীমানা যতই আঁকা , অসীমের হাতছানি বাজে
অমরতার সুতো টেনে টেনে
জীবনকেই মেলে দিচ্ছি রোজ রোজ মানব সমাজে