শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মৈত্রেয়ী ঘোষ

 


মৈত্রেয়ী ঘোষ


কিছু কথা


কিছু কথা গমগমে

ইচ্ছা না থাকলেও

শুনতে হবেই তার

আওয়াজ,

কিছু কথা মিনমিনে

শুনতে না পারলেও

অনুভব হবে তার

রাজ,

 

কিছু কথা মাঝপথে

শেষ যদি হয়ে যায়

হৃদয়েই থাকে তার

রেশ,

কিছু কথা দিনভর

শতবার বললেও

হারিয়ে যাবেই

শেষমেষ।

 

কিছু কথা ভাষাহীন

উচ্চারণ না হলেও

মান্যতা তার

সর্বস্তরে,

কথা তো মনের ছবি

মনটাকে বুঝলেই

পৌঁছাবে ঠিক

অন্তরে।

 

 

 

 

ডেস্টিনেশন


শেওলা প্যাঁচানো জীবন নিয়ে

মুখ থুবড়ে পড়ে আছি,

সামনে অষ্টাদশীর অভিশপ্ত পর্দা ঝোলানো

তাকে সরিয়ে বা ছেদ করে এগিয়ে যাবো--

এমন সাহস হয়না!

অগত্যা উল্টো পথেই--

পা-যানের গতি বাড়াতেই দেখি,

আবছা অন্ধকার ভাগাভাগি করে ছিঁড়ে খাচ্ছে

শেকড় হীন বন্ধুত্বের বন্ধন!

এবারও থমকে গেলাম, সম্মুখে অনন্ত চিন্তারাশি

সেই মুহুর্তের ভাবনা আজ‌ও অন্তরের

দক্ষিণ- পশ্চিমে জিজ্ঞাসার চিহ্ন আঁকে!

জীবনটা আসলে শুধুই গতিময়

গন্তব্য অজানা অধরা।

 

 

ভাঙা- গড়া


যখন ভাঙতে দেখি মনে হয় এই বুঝি হয়ে গেল শেষ, মুহূর্তে নজরে পড়ে টুকরো টুকরো আশা টেনে ধরে রেশ। সৃষ্টির আনন্দে মেতে কখনো একান্তে যদি হাসি অহংকারে, গড়ে ওঠা ইমারত ফাটলের ফাঁকে ফাঁকে মৃত্যুভয়ে মরে।