শনিবার, ২১ নভেম্বর, ২০২০

শর্মিষ্ঠা ঘোষ

 


শর্মিষ্ঠা ঘোষ


সংবাদ


লোকে যাকে ডাকে শুভসংবাদ বলে

কতদিন গেল দেখিনি তাদের মুখ

কতদিন হেসে চোখ টিপে কেউ বলেনি

মুখপুড়ি তোর আরো বদনাম হোক

কেউ কেউ খালি বিষাদ বিরহে খানখান

আমি ভাঙা জানি গুপচুপ সুখ আবহে

বেশ লাগে জানো চাকা বসে গেলে বেইমান

বেশ লাগে তার স্পোক ঝুল কালি মাখতে

কোন দুখকথা দিইনা বইতে আনটাচড্

প্রতি ঢিল জানে কিছু রহস্য গোপনের

কেন বলে লোকে দীর্ঘ কঠিন রাত্রি

জানালা খুলেছি হিম শীত তাপ মাখতে

 


 

 

কেন ফের


ফের ঘোষণা দিতে হবে?

ফের দেয়ালে দেয়ালে

ছড়িয়ে আসতে হবে চেতাবনী?

দিন মাস বছর ধরে ধরে

কারুবাসনায় তুলে আনতে হবে মুদ্রিত ভঙ্গিমা?

না বলাদের ভেতরের জোশ

না বলাদের অন্তহীন সম্ভবনা

আমাকে টেনেছে চিরটাকাল

স্বাদু বেঁচে থাকার লোভে খুলে খুলে পড়ি আকন্ঠ পুরান

তুমি তার ভিতর বাহির তুমি তার অনন্ত অক্ষর

 


 

বাজিমাত


বাব্বা , কি ক্লামজি মার্কা সেট !

থাকলেই বুঝি দেখাতে হয় জাঁক

থাকলেই বুঝি হারিয়ে গেলে তাকাতে নেই ফিরে

তেমন করে বাঁধেনি বলেই ছড়িয়ে ছত্রখান

কুড়িয়ে তোলার লোক কোথায় এ টুকরো টুকরো কাচ

কেউবা আবার ভাবছে সবই নজর কাড়ার ছল

তেমন একটা যাওয়া আসাও নেই

মনেই বা কই থাকে

কেউ বা হঠাৎ সেঁকছে শুনি পুরনো দিনের আঁচ

আর আমাদের

বহ্যারম্ভে লঘু ক্রিয়া সস্তা বাজিমাত