শনিবার, ২১ নভেম্বর, ২০২০

এলা বসু

 


এলা বসু


স্ফটিক স্বচ্ছ


ভাঙা কাচের গ্লাসের অহংকার নিয়ে,  

সরে দাঁড়াচ্ছি l  

পুনর্বার স্পর্শে শুধু রক্তাক্ত হবেl  

জানাজানি হল ভঙ্গুর ছিলাম,   

তবুও আকাশের মনস্তাপl    

কয়েক পশলা বিড়ম্বনা, দুরূহ মাশুল গোনাl  

সে বড়ো বিরল, স্ফটিক স্বচ্ছ ছিল!

 

 

বেতফল জীবন


বিষাদ উড়ে যায় বিষাদ থেকে,

পাতা উড়ে যায় পাতার বুকে,

ছায়া পড়ে l

ছায়া সরে সরে যায়,

ছায়া দীর্ঘতর হয় l

বিষাদ অপেক্ষা সুমহান হবে বলে

আমাকে ছাড়িয়ে যায় আমার থেকে  

কেউ কারও কাছে হারবে না,  কাউকে ছাড়বে না   

এইসব সাপলুডোর অবকাশে,   

মুঠো

         গলে

                  উড়ে

                           গেল

                                    বেতফল জীবন

 

 

 

অভ্যাস


চশমা পরা বেশী অভ্যাস হয়ে গেলে,   

চশমা ছাড়া কিছু দেখা যায় নাl   

সে সব অলীক সংকেতে  পা ফেলতে,  

প্রয়োজন প্রস্তুতির   

প্রয়োজন মুখোমুখি বসার   

তিনপেয়ে নড়বড়ে চেয়ারের পরে,  

অন্ধকারের সাথেl  

ভুয়ো- আলো-আলিঙ্গনের মোহ  থেকে   

নিরাসক্তিটুকু ছেঁকে নিয়ে   

প্রয়োজন একাকী মানুষের

আপোষবিহীন জন্ম উদযাপন