শনিবার, ২১ নভেম্বর, ২০২০

রীনা তালুকদার

 


রীনা তালুকদার


সুন্দরবন


যখনি চেয়েছি ...

আগুন দিয়েছ তুলে

দাহ্ হলো হিমালয়

....আঠারোর পৃথিবী

 

আরো আকর্ষণীয় হলো সুন্দরবন।

 

 

সেল্টার সেন্টার


আশ্বাস পেয়ে হাতে হাত

তারপর দরকার হলো না অনুমতির

বেদখল খামার বাড়ী

একদিন বুকে বুকে ব্যথার বিনিময়

এখন মহাসেন ঠেকাতে

সেল্টার সেন্টার নির্মাণ করছি।

 

 

 

পুড়ে যায় ট্রয়


কার্তিকের ঠোঁটে চুমু এসে ফিরে গেলে

পুড়ে যায় ট্রয় নগরী

নায়াগ্রায় নামিয়ে নেভে না অঙ্গার

শুধু ধ্বংস হতে হতে

পদ্মা থেকে টুইন টাওয়ার।

 

 

 

আঠারোর প্রপাতে


তুক মন্ত্র দিয়ে যায় না রাখা গোখরো সাপ

ফুসমন্তরে ছোঁবল হানে কৃষ্ণপক্ষ রাত

কে বলেছে বশে থাকে অজগরের দাঁত

যখন তখন কেঁটে  কুটি জোছনার ফ্রক

ভার্টিক্যাল আর হরাইজন্টাল রশ্মির ঝকমক

আলো ছায়ায় ছুটে চলে ভীষণ টগবগ

নীল চাঁদোয়ার ঘন্টি বেলে বাজে ঠক্ ঠক্

শ্রাবণ রাত ভিজে গেলে উল্লাসে মাতে

নতুন করে জাগে ফের আঠারোর প্রপাতে।