শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ফটিক চৌধুরী

 


ফটিক চৌধুরী


কথকতা


কথারা হারিয়ে যায়

বায়ু তরঙ্গে শব্দের ইথারে

কিছু কথা তবু হারায় না

এজন্য 'নিরুদ্দেশ প্রাপ্তি' জারি হয় না

সেসব কথা কথকতা হয়ে থেকে যায়।

 

 

পাথর


অনেক চেষ্টা করেও সরাতে পারছি না

অন্য কেউ সরিয়ে দিতে পারছে না

একটু একটু করে জমতে জমতে

                         পা‌‌থর হয়ে গেছে

বুকে সেটা জমাট বেঁধে আছে।

 

 

নদী জানে


কখন স্রোতের টান, নদী জানে

কখন উথলে ওঠে ঢেউ, নদী জানে

কখন জোয়ার কখন ভাটা, নদীই জানে

নদীই জানে মাঝিদের ভাষা।


নদী জানে নৌকোর নীরবতা

নদী জানে  জলের গভীরতা।

 

 

 

মুহূর্ত


সূর্য প্রদক্ষিণ করে বলেই কি

                    মুহূর্তেরা পাল্টে যায়?

সকালবেলা নরম সূর্য দেখিয়ে যায়

                         নিজের পর্যায়ক্রম।

মুহূর্তেরা পাল্টায় ঠিক

কিছু মুহূর্ত থেকে যায় হৃদয় গভীরে।

 

 

 

কিছু কবিতা


গভীর রাত্রের নৈঃশব্দ্য খান্ খান্ করে দেয়

গভীর ঘুম চকিতে জাগ্রত করে দেয়

কিছু পংক্তিমালা জাল বুনে চলে

জাল ছিঁড়ে বেরোতে চায় কিছু কবিতা।