শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নৃপেন চক্রবর্তী

 


নৃপেন চক্রবর্তী


নির্মাণ


মাটি ধুয়ে গেলে

ভাবলেশহীন পড়ে থাকে

নির্মাণের কাঠামো--নিথর!


মেঘ ছুঁয়ে থাকে নদী,

শূন্য ঘরে নৈঃশব্দ্য জেগে থাকে একা!


সময়ের শরীর ভাঙে একান্ত গোপনে

ভাঙে আকাশ ও নদীর শরীর।


ভাঙুক।

একেই নির্মাণ বলে

নির্মাণের গোপন কৌশল।

 

 

প্রায়শই বিপরীতে হাঁটি


কি এমন উত্তাপ দিলে তুমি,

অপরাহ্ন বেলায়

রক্ত ছুঁয়ে জলপ্রপাতের শব্দ টের পাই!


এ সময়ে মাতাল নদীতে ঝাঁপ দিয়ে

ফ্রি স্টাইল সাঁতার কাটা

অনেকটাই কঠিন।

অথচ রক্ত ছুঁয়ে

জলপ্রপাতের শব্দ টেরপাই,

প্রতিদিন.....।


কি এমন উত্তাপ দিলে তুমি,

অপরাহ্ন বেলায়

সবকিছু লন্ডভন্ড করে

ইদানীং প্রায়শই বিপরীতে হাঁটি।

 

 

 

কো থা য় যে ন


কোথায় যেন যাবার কথা ছিলো

কোথায় যেন যাবার।

জোছ্না রাতে ভাসিয়ে মেঘের ভেলা

কোথায় যেন যাবার।


হঠাৎ তবে উদাস কেন মন?

একলাএকলা একলা ঘরের কোণে

আজকে তবে কিসের ব্যথার সুরে

মন চ'লে যায় কোন্ সে সুদূর বনে!


এই যে ভীষণ ভাবতে ভাবতে যাওয়া,

নদীর ওপার--পেরিয়ে যাওয়া সাঁকো,

কে তুমি সেই কোন্ রূপসী তুমি?

আমায় এমন আপন ক'রে ডাকো।