শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

হাসিদা মুন


হাসিদা মুন

আকাঙ্ক্ষা

যেখানে সোনা আছে সেখানে শেকল আছে 

বাজারে পড়ে থাক সোনা 

আমি শেকলের গিঁটে তোমাকে চাই , 

যেখানে সমুদ্র আছে  সেখানে বিশালতা আছে 

আমি সমুদ্র চাইনা পালকে গাঁথা পাখনা চাই 

তোমার সমুদ্র রচানো  জীবন

এপার ওপার ছায়া ফেলে উড়ে যেতে চাই

যেখানে বিপ্লব আছে  সেখানে ভালোবাসাও আছে

 আমি প্রচুর পরিমাণে ভালবাসার জন্য

শত বিপ্লব ডিঙ্গিয়ে চলে আসতে চাই  তোমার খুব কাছে ......







স্বপ্ন শিরোনাম চায়

রাতের অনাদায়ী আবেগ দ্রবীভুত থাকে স্বপ্নে 
নৃত্যশেষে কিছুটা মুদ্রা বাকী থাকে ঠোঁটে
তাই ফুসফুসটা বিষম খায় তেষ্টাতে 
বুভুক্ষিত রাত সুরার ধারা চায় নিভৃতে
দুঃস্বপ্ন  ধাবমান থাকে শ্রেনীবদ্ধ রাতে

রঙিন স্বপ্ন একটা  শিরোনাম চায়
ত্বকের ক্ষরা কশেরুকা গোণে বসে বসে
বক্ষপিঞ্জরের খালি মহল ঝাড়বাতি চায়
অনাদায়ী আবেগ স্বেদ হয়ে বয়ে যেতে চায়
ফুসফুসটা আহ্লাদ করে আরেকটা শ্বাস চায়

ত্বকের গহীনে স্নায়ুরা স্পর্শ চায় 
কশেরুকা চায় আলুথালু হতে
আলিঙ্গনের প্রলম্বিত সময় নৃত্য চায় 
আর যা যা চায়-  তা কি আর বলা যায়  ......








শিল্পী

ঈশ্বর তুমি শিল্পী - আমি শূন্য 
তুমি আদি শিল্পী - আমি শিল্পের নৈপুণ্য
আর যা গড়েছো তা শিল্প অবস্থান হিসেবে ভঙ্গুর
তুমি গড়ছো নিকটের স্পর্শেই যত  বঞ্চনা
প্রাপ্তির অনায়াস বয়ে যায় বহুদুর . 
যা অবিরাম 'আসে' সেতো স্থির নয়
তোমার নেই জরা -মৃত্যু -ক্ষয়
তুমি রন্ধ্রে রন্ধ্রে ভরে থাকো তবুও দেখা দাওনা
তুমি মূল্যবান তাই - ক্রয় বিক্রয় হও না 
কম শক্তি মূল্যমানে মানুষকেই করেছো পণ্য
সব শোধরাবার জন্য যদিও তা নগণ্য  
তুমি নিরাপদ বৃত্তে আবর্তিত করো
নিজের বলয়ে কতটা নির্লিপ্ত হতে পারো ?
পারো না !
ভাঙো আর গড়ো ...  
তুমি মন্থনে জীবন বাঁচানোর রীতি
একের পিছনে দুইয়ের ঘূর্ণ্নে   বিমূর্ত মূর্ছনার ধৃতি
কেউ যেন বুঝে না ফেলে তোমার সৃষ্টির নেই বিরতি ,
তুমি গর্ব অহংকারে নিজ নামের 'আহাজারি' নিজেই খোঁজো
বোঝো - বোঝো !
শূন্যতা কারে বলে,  আসলেই কি তা বোঝো ....?!