শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

তাপস ওঝা


তাপস ওঝা

সীমাহীন স্রোতরেখা

এত যে সীমাহীনতা

সেসব কোন সীমানার মধ্যে জমিয়ে রাখব !

দুঃখের বিনিময়ে এক অরণ্য সজীবতা

কোথায় জমাবো আমি !

কবিতার শরীরে সীমাহীন স্রোতরেখা

নিবিড় মাধবীলতা  ভাসিয়ে নিয়ে গেল না এখনও

স্পর্শে যে অঘ্রানের হলুদের কথা শুনি

সেসব প্রযোজ্য নয় এই সীমাবদ্ধ আশ্রয়ে



জমিয়ে জমিয়ে ব্যর্থ কবিতার কথা    কিংবা

অনিচ্ছুক সবুজ নিয়ে এই একটা অরণ্য-

কিছুই তেমন খুশি নয় আজ !







বেঁচেবর্তে আছি

রাগলে চলবে ?

সহমত হয়ে যেতে হবে

এতদিন শালগ্রাম শিলা থেকে

গ্রীষ্মের ঘুর্ণিঝড় উড়িয়ে দিয়েছে তুলসীর পাতা

এতদিন মরাকাঠ ভেসে ভেসে এসে গেছে

                        কল্পিত নদীতে

সন্দেহ করেছ ?

সহমত হয়ে যাও লুঠেরার সাথে

নিজের সম্ভ্রম ভাগাভাগি করে নাও

                  লুঠেরার সাথে

চুপ করে থেকে বেঁচে থাকো বাছারা আমার



রাগ চেপে বেঁচে থাকো তুমি আর আমি


রাগ চেপে বেঁচে থাকে দলদাস, তোমার ভিলেন !






সুখের সন্ধ্যার কথা

কথা-ক্লান্ত সন্ধ্যার তারাগুলি ভাল

স্বীকৃতিবিহীন এককসময় ভাল

অনুভবে নিরাকার প্রেমিকার ছায়া-

অসামান্য শিখার আলোয় বসে থাকা ভাল ।



কেউ গেল শব্দের সরণিটি ধরে ?

কেউ ফিরে এল অন্য গ্রাম থেকে?

যে এসেছে তার ভেজা ছাতা

ঘরটির কোণে রাখা ভাল ।

রাতের রান্নার গন্ধ যদি ভেসে আসে

যদি কাঠের ধোঁয়ায় চোখ জ্বলে

নিশ্চিত খাবার পাবে রাত্রের থালা

এরকম ভেবে নেওয়া ভাল ।




সেই সুখে কিছুক্ষণ মশাদের খাদ্য হওয়া ভাল ।