শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

মন্দিরা ঘোষ


মন্দিরা ঘোষ

মাটি


ভোরের তানপুরা ভেঙে 
কেন যে কান্না আঁকো

সকালও নিভেছে যেন
  ধুলোর নাভিতে

আর কত যন্ত্রণা কুড়োবে তুমি

সকলই নিতে পারো যদি
এ আঁধারও শুষে নাও তবে







গর্ভ ছুঁয়ে  দ্যাখো
কত শোকপর্বে  ছেয়ে আছে
আমাদের ভবিষ্যৎ
রক্তে অনর্গল জ্বরের ভাষা
চাপা যন্ত্রণায় ডুবে আছে
প্রসুতির চৌকাঠ








তোমার খনিজ বুকে
এত যে ভুলের নাম
এত যে বিষের ছোবল
এত যে  মিছিল মানুষ
খিদেয় নগ্ন রাত
কোথায় লুকোবে তুমি

যে টুকু বেঁচেছে তোমার
সে তো আঁধারেরই নাম
আঁধারপ্রনয়