সুপম রায়
হে নেতাজি
উপরে উড়ল আকাশ,
ডানাতে প্রজাপতি ।
মাটিতে পাকল সোনা,
রক্তের কেরামতি ।
আমাদের কি প্রয়োজন? -
দেশ আর নিজ আজাদি।
তোমাকে প্রণাম জানাই,
যোদ্ধা - হে নেতাজি ...
সারাদিন চলল লড়াই,
গুলি আর রক্তে শ্মশান।
চারিদিক পড়ল সাড়া,
আমাদের মাতৃ নিশান।
শিরোপা চড়ল মাথায়,
অধিকার এই আজাদি ।
তোমাকে প্রণাম জানাই,
যোদ্ধা - হে নেতাজি ...
আবার যেদিন
তবে কি হেরে যাব!
শেষ দান চেলে দিয়ে ফিরে যাব বাড়ি!
তাহলে কাল থেকে ছড়াব না ধান,
শোনা যাবে না আর কার্নিশে পায়রাদের
টানাগান।
নেম-প্লেটটা খুলে রেখে দেব,
সদর দরজায় আটকে দেব একটা বড় তালা।
বন্ধ থাকবে জানালা ও ঘরের আলো।
আবার যেদিন বৃষ্টি আসবে,
বেড়ে উঠবে জল গ্রামে - শহরে,
সেদিন খুলে দেব সদর দরজা।
মেঘ কলোনি
একটি ছেলে
মেঘেদের ভেতর গলি দিয়ে
খবরের কাগজ নিয়ে ছোটে
একটি মেয়ে
বুকে তার ওড়না খেলা করে
চুলে তার রজনীগন্ধা ফোটে
একটি ছেলে
হাওয়াতে স্তব্ধ রাখে গতি
আকাশে উড়ায় প্রজাপতি
একটি মেয়ে
কপালে সূর্য-আলো জ্বালায়
দুচোখে রঙীন স্বপ্ন বানায়