সুরজিৎ পোদ্দার
মায়াবিস্তারের পথে
মায়াবিস্তারের পথে
কতটুকু শান্তি খুঁজে পেলে?
দাঁড়াও আর একটিবার
অন্তরালে ক্লান্ত হলো বেলা
মায়াবিস্তারের পথে
কত শত রক্ত ঝরছে দেখো-
আর কতটুকু পথ
শান্তি খুঁজে পেলে? পেলে বলো?
মুক্তি
সবাই তো মুক্তি খুঁজে চলেছে বলো?
কেউবা মন্দিরে তো কেউ মরমে
কেউ বাজারে, কেউ মাজারে
কেউ রূপালী, কেউ লাল
আমি তো মিশতে মিশতে সমুদ্রের মতো
সম্বন্বয়ের দেশ
পাশ দিয়ে বয়ে যাচ্ছে পমফ্রেট মাছের জীবন
অশন বসন সম্মোহন।
ক্ষয়িষ্ণু দিন
ক্ষয়িষ্ণু দিন।
এক এক করে শালিকেরা বাড়ি ফিরছে
শালিকেরা ফিরছে, একা। একা।
নিভে আসে। আকাশের নীচে
আমাদের আলোর টেবিল
সারি সারি ভেজা দেশলাই - কবিতার ভিড়
সারি সারি শালিকের হলুদ চোখ, হলুদ পা
পৃথিবীতে নরমের ঘর। আলো নিভে আসে
তাদের ভিতর
তাদের ভিতর ভাঙে ঘুম, ভাঙে আলোর দোকান
শিশুর নরম এসে ছুঁয়ে থাকে আমাদের স্বর
শালিকের দল ভেঙে গেলে, ভেঙে যায় আমাদের ঘর