শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

অ আ ক খ:  এক

রুটি রুজিতে টান পড়লে
নদী ও অরণ্যের বর্ণপরিচয়
মন্দির আর মসজিদের মধবর্তী
দূরত্ব ঘুচিয়ে দেয়
এক লহমায় ।







         খ:  দুই

জন্মভূমি নিয়ে কেউ কথা তুললে
নাখোদা আর ঢাকেশ্বরীর অন্তর্গত স্রোতে
জেগে ওঠে পদ্মা গঙা ধানসিরি
কপতাক্ষ তিস্তা রূপনারায়ণ ...।
ভাসে মানবতার রঙে রঙিন
লক্ষ লক্ষ ছোট বড় নৌকো...।







         খ:  তিন

বাংলাভাষা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে
আকাশে বাতাসে ধ্বনিত হয় রবীন্দ্রনাথ
নজরুল মাইকেল
সুকান্ত  জীবনানন্দ দাশ ...।
একাকার হয় শিলচর ঢাকার পথে প্রান্তরে
রক্তে রঙানো উনিশে মে, একুশে ফেব্রুয়ারি ।
#
ভালোবাসার প্রকৃত নাম
অক্ষরে অক্ষরে মাতৃভাষা বাংলা ।






         খ:  চার  

শীতের কুয়াশা ফুঁ দিয়ে উড়িয়ে
সারা দেশ জ্বলছে আগুনে ।
ছেলে মেয়েরা স্কুল কলেজ ভুলে
নেমেছে রাস্তায়
লক্ষ লক্ষ মানুষের মিছিলে মেলাচ্ছে পা
গাইছে গান, তুলছে গলা
'কালা কানুন বাতিল করো ।'
#
মনে আঘাত লাগলে স্পষ্ট হয়
মনের অপর নাম স্বাধীনতা ।
শুধু স্বাধীনতা, অন্য কিছু নয় ।







         খ:  পাঁচ

আড়ালের সব বিনিময় শেষ হলে
নতুন নতুন উপনিবেশের খোঁজে
হন্যে হয়ে ওঠে তাবড় পুঁজিবাদী দুনিয়া ।


ঘৃণার অপর নাম নয়া পুঁজিবাদ !


বনজ-আখ্যান দাবানলের চেয়ে কে
আর বেশি জানে!