অভিজিৎ পালচৌধুরী
পাখি উড়ান
কাতরতার ভাইরাস
যখন রন্ধ্রে রন্ধ্রে
ডিসেম্বর রাতের কেউটে
ছোবল এঁকেছে গভীরে
রাত পোহানো পোড়া কাঠে
জাগে আবার
নশ্বরতার ডাক..
সকালে দেখি
মেঘের ঠোঁটে
রোদ্দুরের লিপ্ লক্
আর তোমার
কবোষ্ণ স্তন দিয়েছে
পাখি উড়ান ..
চুমু মানে
একটা না-এর ওপর
চুমু এঁকে দিলে
রামধনু ওঠে
আকাশে
চুমু তো নয় শুধু
এক অবোধ পিপাসার
শীলমোহর
চুমু মানে
প্রতিটি না-এর শরীরে
জুড়ে দেওয়া ডানা
যাতে তারা
ভালোবাসার পাখি
হয়ে উড়তে পারে
অনন্তে ..
প্রার্থনা
খিদের উপাচারে
পুজো করি তোমায়
হে মাংসের দেবী
নিস্তারের আলো
জ্বেলে দাও
জঙ্ঘার উপত্যকায়..