মোহাম্মদ আনওয়ারুল কবীর
তমসার চোখে
তমসার চোখে পাঠ করি খোলতাই রূপ
বারবারই প্রেম আসে
কে বলে আঁধার তুমি শুধুই আঁধার!
গোরস্তানে সারি সারি মূর্দা অংক কষে
আহা, দুনিয়ায় কী যে জারিজুরি!
আলোচোখে লন্ঠন হাতে ডায়োজিনিস খুঁজে মরে।
গোলাপসুন্দরী
ভূমিপুত্র আমি মনলোকে করি চাষ
স্বপ্নে দোল খায় সোনালী ফসল
স্মিত হেসে কাড়ে মায়া গোলাপসুন্দরী।
অদূরে নবাব বেটা ঘুরায় বিত্তের চাকা
ভাগ্যরেখায় ফুটে উঠে জ্বলজ্বল তারা
গোলাপসুন্দরী নাচে কার করতলে!
বিষণ্ণ ভূমিপুত্র বসে টানে আকিজ বিড়ি।
আলোআঁধারি খেলা
আড়ে আড়েই থাকো, খোলাসা হয়ো না
আড়টুকুই জাদু -
চাতালে উঠুক ফুটে ম্যাজিক রিয়েলিটি
রিয়েলিটির খোঁচায় ফেঁসে যায় জোনাকআলো
স্বপ্নপতনে হোঁচট খায় পোড়ামাটি
রঙজাদু মুছে গেলে জীবন কতোটুকু!