রাহুল গাঙ্গুলী
বেগুনী বেলুন ঝরছে ______
রাতের পরিচিত উৎসব ~ কয়েকটা বৃত্তীয় বেলুন
এখনো পর্যন্ত
স্যাটেলাইট শিকার করলো আদমশুমারি
ঝরে পড়া নুন
বেলুনের বৃত্ত ভেঙে ~ বুদবুদ ভর্তি স্যাটেলাইট
নীলপর্দা ছিঁড়ে গেলো _______
এখন থেকে পরস্পর অভিযোগহীন বানান্
সমস্ত শর্তাবলি ড্যাবড্যাব চোখে তাকায়
শিকারি সরলরেখা
পরপর আঘাতে লালা ও ফুসফুস মাখামাখি
আপাতত তাজমহল ~ নীল শর্তাবলীর অভিযুক্ত
আসমানি তারাছাই ________
হুল্লোড় বাড়ে।সংকোচন ও প্রসারণ ভেঙে থৈথৈ
জলীয়বাষ্প ???
অতিরিক্ত প্রশ্নবিচিত্র।বরফ ছিঁড়ে চতুর্ভুজ
হড়কানো মায়াবলে ~ পৃথিবীসহ হর্সপাওয়ার
ছাই ভাসে।জলে ~ মায়ায় ~ গলিঅলিতে
সবুজ খুনখারাপি ________
আঙুলের কাটা ক্ষতো।ঠিক যেনো রক্তচোষা
জলের হিজিবিজি।হিজিবিজি জল
দ্রুততম ডুবুরী-চোখ ~ আলোর চেয়েও বেশী গতি
নেশাড়ু সরোদ সুরের সৎকার
ফোঁটাফোঁটা হিমঝিম।চাঁদনীরাত ঝলসে বর্ষা
হলুদ পালকের সূত্র ______
বলতে গেলে ~ চশমার প্রাসঙ্গিক গল্প বা আত্মকথা
টিংটিং শব্দ করে জানলাগুলো সরে যায়
হয়তো ~ দোল।দোল।দে-দোল।দোল
টসটসে গাল অদৃশ্য হয়ে টুসটুসে নাক
সুগন্ধি চুমুতে আগামী চিঠির আকাশযান
কমলারঙের উদ্বায়ী আকরিক ______
প্রসঙ্গত ~ প্রাথমিকভাবে যা মনে আসে
ঝুরোঝুরো বা কুচিকুচি ক্ষার
ভিতরেভিতরে প্রামাণ্য দলিল
বাইরেবাইরে অপ্রমাণিত ~ আঁশঘরের চড়ুইভাতি
সবই আপাতসফল ব্যস্ত প্রশমিতকরণ
লালপদ্মের জলীয় কুসুম _______
চৌচির হয়ে গেলে ~ ছারখার দিকচক্রবাল শূন্যতা
কয়েকটা জঞ্জালভর্তি করা মেঘসুখ
মেথডিক্যালি ~ জঞ্জির পরম্পরায় হুহুম্-না
চাকতি এগোচ্ছে
ঠিক যেনো বেঠিক লাটাই ভেঙে উড়ন্ত শাপলা