জাকিয়া এস আরা
শীতার্ত রজনী
এবং বিষন্নতা হাত ধরাধরি করে
হাঁটে আমার করোটি তে, কথার নুপুর কুয়াশায়
লীন, হলুদাভ সরষে ক্ষেত হা- করে তাকিয়ে আছে
মেঘলা আকাশের দিকে! আমার নিশ্বাস যেনোবা
জলপাই বনের দীর্ঘশ্বাস, হাওয়ায় হাওয়ায় বরফের
সরগম, ওই দূরের সবুজ বনের স্থির চাহনি, ঝরাপাতার
ফিস্ফিস জানায় ব্যার্থতার সাতকাহন!, ঈষৎ হলদেটে
বনলতা কানে কানে বলে," ওগো শীতমেয়ে তুমি কার?
""
নিরন্ন মানুষ শরীর সেঁকে লালাভ আগুনের তাপে, অথচ
মোড়ল বাড়ি থেকে আসছে
নতুন গুড় আর পিঠার ঘ্রাণ !
সবাই সমান্তরাল
আমরা কেউ কাহারো মতো নই
সবাই সমান্তরাল!
ভাবনাগুলো নিখোঁজ ফাগুন বাতাসে
শ্রাবণ বরিষণে প্রেমিকা কবিতা পগার পার
কোজাগরী চাঁদ উকি দেয় ড্রইংরুমের গরাদে,
নেই প্রেমিক, নেই
ভাবুক,
ইটভাটার পোড়া সুবাস
অঘাণের বাতাসে
বাঘ কাঁদেনা মাঘের
জারে,
উত্তরের অভাবী মানুষের
আক্ষেপ
শীতল বাতাস আরও শীতল করে!
১৬ বছর অনেক দিন
১৬ বছর অনেক দিন --
হ্যাঁ, সেদিন ও এমন চৈত্র মাস,
রোদ বেশ তেতে ছিল
ছিল
তোমার পছন্দের চম্পক ফুটেছিল ,
কিন্তু তোমার আর ফেরা হলো না !
আমি স্বরলিপি দেখে গান তুলে
রেখেছিলাম, সংসার
সুন্দর করবার
মন্ত্র পড়ছিলাম, আত্মজার মতো
পাতাবাহারের যতন করছিলাম,
কখন যে ঘরের মানুষ বৃক্ষের মতো
পোশাক পাল্টেছিল, এটা আমার
নজরে আসেনি! মননে, বোধে ছত্রাক
বাস করছিল, প্রতিবাদের ভাষা হৃদে
গেঁথেছিল, চোখে ছিলনা কো
জল !
১৬ বছর অনেক দিন --
স্মৃতির সাথে সখ্য
স্মৃতির সাথে শয়ন !
সুবিধাবাদী
কিছু কিছু ঘরে
কমলা আগুন
হাসে দাঁত বের
করে,তারা অতীত
ভুলেছে নতুন
লেপের ওমে !
পরিযায়ীর মতো
দল বেঁধে তারা
আসে, চলে যায়
সোনালি ফসল
আত্মসাৎ করে
!