মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

জয়তী বন্দ্যোপাধ্যায়



জয়তী বন্দ্যোপাধ্যায়


শাশ্বতী

প্রতি মুহুর্ত রূপান্তরের যে কোনও ঋতুর পরে
প্রতি কোষ আর রক্তবিন্দু প্রাণপণে বদলায়
বাহ্যিক কিছু আচার নিষ্ঠা বাহ্যিক উপচার
বাহ্যিকভাবে প্রভাবিত হয় বাহ্যিক সীমানায়
কত জন কত ভাষা বলে গেছে ভাঁড়ার পূর্ণ হোক
কোন ভিনদেশে ,পাশের গলিতের বিনিময় মেশামিশি
অনেক দৃশ্য অদৃশ্য পথ কারো কাছে কিছু দেনা
কোথাও স্বার্থ নয় অনর্থ বারবার করে চেনা
চিনেই আবার ভুলে যায় ফের সুসমাচারের মতি
তবু ছায়াপথে মত্ত আবেগে বারবার শাশ্বতী






বড় কাছারি

কতবার ধর্মান্তর সহ্য হয় হৃদয় আবেগে?
ভালো থাকা ভালো যদি ভালো থাকতে আপত্তির করেনি
পুরোন্নো গাছের উপাসক
কাছারির দেবালয়ে কতটা বিচার সম্ভব?
চৌর্যবৃত্তি ভালো নয়,তবু ভালো পবিত্র সকাল
যেখানে মাটির ভাঁড়ে ,শীতের কুয়াশা
উষ্ণতার আকর্ষণে মদ ঢালে মাঙগ্লিক ঘটে
এক ধর্ম রাজ্য যদি একমনে উপলব্ধ হত
চণ্ডাশোক বুঝে যেত প্রেম নয়,পরিনতি নয়
আরও কিছু আরও বড় কিছু থাকে
যেখানে শঠতা মানে জীবনের দিকে
হিংস্র অস্ত্র ছত্রভঙ্গ স্বপ্নের আগামী
দিগবিজয়ী আজ মাঠে কামার্ত দারুন দুটো চোখ






ত্রিপিটক

বিণয় ছাড়িয়ে সূত্রে ,অবশেষ ধম্ম ছেড়ে পথে
বোধিবৃক্ষে মাকালের রূপতৃষ্ণা সমবেত হয়
একাসনে বোধিলাভ একাসনে পাউরুটি ,ফুচকার টক
এসো বিপ্র মাখো তেল ,সঙ্গে বিনামূল্যে ত্রিপিটক

পিটকের খণ্ডভেদ ছাড়িয়ে আকাশ মাটি জল
রাষ্ট্র কাব্য দেশ কাল মহাবিশ্বে ধোঁয়ার রকেট
মধ্যমনি ঘেটে যায় মালিকার সুগোল গঠনে
এসো বিপ্র মাখো তেল কড়িটাও দিও মনে মনে






সোনা মারীচ

খুললো বুঝি খুললো এবার, লক্ষ সাপের ঝাঁপি
পেরিয়ে এলাম মৃত্যু পুরী কিম্বা মারীচঝাঁপি
মরিচ নাকি মারীচ তুমি ছদ্মবেশী মৃগ
যুদ্ধ দেহ ভিক্ষে চেয়ে গণ্ডী পেরোয় ইগো
এবার তবে ইগোর লড়াই? উলুখাগড়াই মনে
যুদ্ধ হলে প্রাণান্ত যার ,নাগকেশরের বনে

প্রতি মুহূর্ত মরে নানাবিধ মৃত্যু আকর্ষণে
প্রতিটি শপথ ঝরে যায় মরে দুর্বল যারা বনে
প্রতিটি বদল এক জলরেখা , অচেনা সুদূরাকাশে
প্রতিটি তিমির তাই মিশে থাকে প্রতি জোনাকির পাশে






ব্রহ্ম

অনেক সময় নষ্ট হয়ে গেছে
অনেক সময় নষ্ট হবার বাকি
চলতি পথে কাগজ কুড়ানিরা
পরশপাথর কুড়িয়ে পেল না কি?

ফেলে দেওয়াও নিয়তি নির্দেশ
অনেক পরে একটি দীঘির শেষে
লোহার আগুন নেভাতে বিস্ময়ে
অলঙ্কারের সুক্ষ জলাশয়

খ্যাপার টানে দুপুর মাথায় রোদ
বিকেল গুলোও খ্যাপার গানের তোড়ে
সন্ধ্যা বেলা অটোর লাইন বেড়ে
পরশপাথর লোহার অন্বেষনে

যাচ্ছ কি ভাই কবরডাঙায় সোজা?
এবার বোধয় উল্টো অটোই খোঁজা
বাসের চাকা পুকুরপারে কাত
ব্রহ্ম তখন শেষের কিস্তিমাৎ






মা তোমাদের

পড়ন্ত বেলা বিষণ্ন শোভাযাত্রা
অপেক্ষা নেই; আশা আকাঙ্ক্ষা নেই মান
আণবিক থেকে পারমা্ণবিক উদ্যোগ
তারা স্থির শুধু সূর্য ঘুরছে বেঈমান
বিধবার কোনও লিঙ্গবদল সম্ভব?
তার অঙ্গনে যত বীর তারা নগ্ন
বিধাতার নাম পুরুষ না হয় রাষ্ট্র
মৃত্যু প্রেমিক ;কফিন কন্ঠলগ্ন
আকাঙ্ক্ষা নেই একঘরে নিঃসঙ্গ
এখনও তাদের গ্রামসীমা রাজনৈতিক
পার করে মা গো কোলে তুলে নিয়ে কাঁদবে?
হুতাশনে নারী জ্বলছে-পুড়ছে সবদিক