সঙ্গীতা দাশগুপ্ত
বিরহী
- ১ -
ঘুমঘোরে এসেছিল মেঘ
ভোর হতে ফিরে গেছে। রেখে গেছে অরূপ আবেগ...
ঝিনুক আঁজলা ভরে... লাল নীল চুড়ি বেলোয়ারি ...
যেটুক জুটেছে রং তাতেই এঁকেছি ফুলকারি
শুকনো পাতায় ওঠা ঝড়
অবুঝের মত এসে ভেঙ্গে দ্যায় বাতাসের ঘর
বাঁশীর ভ্রমেতে তবু যমুনায় উথাল পাথাল
আজ মেঘ উড়ে গেছে। বৃষ্টি নামবে জানি কাল...
- ২ -
আপদকালীন বোঝাপড়ার সুতোয়
বুনছ বসে বাহারী সংকেত
বিছিয়ে রাখা মখমলি রোদ্দুরে
সেঁকছ সবুজ সংসারী ধানক্ষেত
ঘোর তামাশায় চোখ জ্বলে যায়, তবু
আলনা গোছাও, আয়না মোছো রোজ
দিন ফুরোলে গুনগুনিয়ে আঁকো
চাঁদের গায়ে একফালি সংকোচ
- ৩ -
চেয়েছিলি সংসার, নব শস্য, আমের মুকুল
মেলায় বিছিয়ে রাখা মুখচোরা কাগজের ফুল
বসন্তে পথের ধারে উদাসীন কোকিলের ডাক
...কত টুকু দিয়েছিলি সে হিসেব জ্বলেপুড়েখাক
পরনে
গেরুয়া তাই সন্ন্যাসিনী ভাবে আজ লোকে
ভুলে গেছি ঘর শুধু ভুলতে চাইনি আমি তোকে
- ৪ -
রাত আজও পার হয় দিন
আঁকাবাঁকা স্বপ্নের ঘোরে
নিঝুম আবেশ ভুলে কেউ
বাঁধা পড়ে দাপুটে আদরে
তবুও
সোহাগ ফেরে একা
এলো খোঁপা ভেঙে নামে জুঁই
আমিও জেগেছি একাকী
যদি ডেকে ফিরে যাস তুই
- ৫ -
যে
স্বাদ রেখেছি ঠোঁটে সে জেনো তোমার অধিকার
ধারন করিনি তবু রয়ে গেছি তোমারই আধার
ভরেছি কলস, যাতে দিয়েছিলে চাঁপারং ঢেউ
এঁকেছি পিয়াস, জানি আলগোছে মুছে দেবে কেউ
মিটেছে যে সাধ, তাতে সুর তোলে একতারা কার?
ওঠেনি তো ঝড় তবু মাঝরাতে ভেঙেছে দুয়ার
আষাঢ় বাসর জাগে, শ্রাবণ ঘনায় স্তন ভাঁজে
চোখেতে আগুন জ্বালে মায়াবতী মেঘ... রণসাজে
ভেবনা হেরেছ তুমি, এখনও জোছনা আছে বাকি
আমিও দুর্গে একা... অলিন্দে জাগছি একাকী
যুদ্ধ না প্রেম, যদি দোলাচলে রাত হয় ভোর
বাঁশি রেখে ফিরে যেও অভিসারী নওলকিশোর