মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

শৌনক দত্ত



শৌনক দত্ত

অন্দর মহল…...

আকাশ আর তারা দুইভাই বোন
ধ্রুবর সাথে ঘর ছেড়েছে তারা
বছর দুয়েক হলো
পিতা অনীল বোস
মা নীলিমা দত্ত
বিশ বছরের সঙসাজা সংসার
কোর্ট,জজের কলম
ডির্ভোস
আকাশ কার ভাগে যাবে
দুপাশেই নীল
দুদিকেই রক্তের ডাক
শেকড়ের টান
তারা আজ নষ্ট পাড়ায় থাকে
আকাশ আজ ঐ পাড়ার দালাল!
একটি মেঘ একফালি নীলকে
কেমন বদলে দেয়
কেমন ঢেকে যায় আকাশতারা
নীলাঞ্জনে...

বাজার,সন্ধ্যা
২০।১১।২০১৪
……………




বিগত ভালোবাসা

রোজই আমি জেগে থাকি ঘুমের ভেতর
আর অনেক ছবির ফ্রেমে জেগে
থাকে শার্সি ভাঙা অতীত।
সমস্ত স্মৃতি জড়ো করি
বসে থাকি চিতায় পুড়ে যাব সঙ্গোপনে পোড়াব তোমাকে
আমাদের প্রেম আর আমার চিতা
দহনে দহনে শুদ্ধিকরণ হবে
আমাদের বিগত ভালবাসায়।
………….




অসীমা রূপশ্রী...

নিরাকার করপুটে গুঁজে দিয়ে
সোনালী অসুখ
এ কি অলৌকিক প্রেম রেখে গেলি
তুই এই অচেনা শহরে
জোছনার জলে নিহত চাঁদের পাশে
দ্বিধাময় বুকের ক্যানভাসে
অমীমাংসিত গল্প সব
অচেনা চোখে স্বজন খোঁজে
হৃদয় এখানে বিমূঢ় হিরোশিমা এক!

মধ্যদুপুর,বারান্দা
১৫ই ফেব্রুয়ারি,২০১৭
………




বছর সাতাশ পরে...

ব্যক্তিগত বৃষ্টি মুছে
কোন এক দ্রাবিড় সময়ে
পাতলা চুমুর দাগ
বিকেল রেখা ধরে হেঁটে যাবে
আঙুলের এলোমেলো ভুল
পরিচয়হীনতার নির্জনে
হাতড়ে বেড়াবে সোনালী অসুখ
আমরা
দূরবীন সরিয়ে
একখানা চোখ রাখবো
সুনীল ভালবাসার
গোপন দেরাজে
সেদিন ও পলাতক রোদ
আকাশময় নিরাকার বিষাদ!

মেঘলা দুপুর,বাসা
২৬শে জুলাই,২০১৬
…………………………




না বলতে পারা কথারা উড়ে যাক...

আমার কোন খোলস ছিলো না
আমাদের ধর্ম ছিলো
আমাদের চৈতন্য ছিলো না
জাত পাত বর্ণ ছিলো
আমাদের প্রতিবাদ ছিলো না
কচু পাতায় জল ছিলো
গড়িয়ে যাবার ভয় ছিলো
রঙে নীচে বেরঙ ছিলো
নিরপেক্ষতার আড়ালে জেহাদ ছিলো
টিক্কির উপরে টুপি ছিলো
হত্যার বুকে চুপ ছিলো
পাতার আড়ালে মুখোশ ছিলো
কেবল আমি ছিলাম না কোথাও
মানুষের উপরে মানুষ সত্য
লিখে গেলাম জপে গেলাম
অষ্টপ্রহর
মানুষ পেলাম না
তাই বিশ্বাসের কারবালায়
গঙ্গায় ডুবে যাই ভেসে যাই
একাকী....

মধ্যদুপুর,মায়ের রান্নাঘর
১৫ই মে,২০১৬