শনিবার, ২১ মার্চ, ২০২০

অঞ্জনা ঘোষ


অঞ্জনা ঘোষ

কিছু অনুভবে

কিছু ভুল না ভাঙ্গাই ভালো,
কিছু সত্যি  অন্ধকারেই  থাক,
কিছু মুখোশ নাইবা খোলা হল,
কিছু স্মৃতি আজকে ধুয়ে যাক।


কিছুটা পথ একলাই নয় চললাম,
কিছু কথারা শব্দহীন হোক,
কিছু কিছু ব্যথা আমিই না হয় সইলাম,
কিছু  সুখ নয় শুধু ই তোমার হোক।

কিছু কান্না হাসির আড়ালে কাঁদে,
কিছু হাসি আজ কান্না হতে চায়,
কিছু দরজা দু-হাট কর থাকে,
কিছু কিছু পথ কাঁটাতারে  আটকায়।

কিছু প্রয়োজন প্রিয়জনকে খোঁজে,
কিছু প্রিয়জন প্রয়োজন হয়ে যায়,
কিছু অপমান বুকেতে বড্ড বাজে,
কিছু অবহেলা গিরিখাদ রচে যায়।

কিছু অঙ্ক মিলেই তো বসে থাকে,
কিছু অঙ্ক মিলাতে পারিনা, হায়....
কিছুটা খরচ জীবনও লিখে  রাখে,
কিছু সঞ্চয় মৃত্যুও রেখে যায়।








ক'টা তো দিন

আর ক'টা দিন, সবুর মাঝি সবুর
কাটলে বাদল, ভাসিয়ো তরী জলে,
আকাশ জুড়ে মেঘ করেছে প্রচুর,
ছাড়লে তরী ডুববে যে অতলে।

আর ক'টা দিন রোসো গো চাষি ভাই,
দ্যাখে দ্যাখো ঐ, আসছে সুখের দিন,
তোমার ঘরেও খুশির রোশনাই
জ্বালবে এসে কোনো এক আলাদীন।

আর ক'টা দিন --- কাটিয়ে দিলেই দেখো
গাইবে পাখি নীল আকাশের বুকে
মন -জানালা একটু খুলে রেখো,
ঘুচবে আঁধার আলোর রেণু মেখে।

আর ক'টা দিন,তুমিও বসে থাকো,
প্রতীক্ষাতে আমার পথ চেয়ে,
শেষ রাতে, যদি নামটি ধরে ডাকো,
আসবো আমি ভোরের খেয়া  বেয়ে।


                




ঝরাপাতা
              
তোর একঘেয়ে অভিযোগ
আর আমার একরোখা অভিমান,
একান্তে বসে দূরত্ব এঁকে চলেছিল,
সেই সময়, এক এক করে ঘরের সব দীপ
নিভিয়ে দিচ্ছিল জ্বলন্ত অহমিকারা।
গুমোট অন্ধকারে, বন্ধ শার্সিতে মাথা খুঁড়ছিল,
            আধমরা প্রেমটা।

বাক্সবন্দী স্বপ্নেরা তখন,
ঘুম ঘুম চোখে লিখছিল শেষ চিঠি...।

বুঝিস নি তুই, বুঝিনি আমিও
তাই, বোঝাপড়ার টানাপোড়েনে না জানি কখন...
ঝরে পড়লো আলগোছে আটকে থাকা
বিশ্বাসের শেষ  পাতাটা ,সম্পর্কটা চোখ বুজলো।

মৃত্যু, বোধহয় এভাবেই আসে....
নিঃশব্দে আর নিঃস্ব করে  চলে যায়।
ব্যস্ত জীবন শোক পালনের অন্তরায়,
তাই সব ভুলে, হাত ঝেড়ে
এগিয়ে চলা আত্মসিদ্ধি আহরণে।

তারপর, একলা শুনসান পথে, নাগাড়ে
চলতে চলতে, ক্লান্তি যখন  বিরাম খোঁজে,
ঠিক তখনই, আলস্য ছেড়ে জেগে ওঠে
অবসাদের অজগরটা।
চুপিসারে গ্রাস করতে চায় আমার আমিত্বকে।

এক মুঠো  সুখ  খুঁজতে,
উদ্ভ্রান্তের মতো ছুটে যাই, সেই সমাধিস্থলে........
স্মৃতির শকনো পাতার নীচে,
একবুক অবহেলা গায়ে মেখে,
যেখানে শুয়ে আছে অস্থিসার সম্পর্কটা।
আত্মগ্লানিতে অন্তর্বাষ্প উথলে ওঠে,
আঁজলা ভরে কিছু  শুকনো পাতা কুড়িয়ে নিলাম,
যদি অজগরটার ক্ষুধা নিবৃত্তি হয়...!