শনিবার, ২১ মার্চ, ২০২০

আবদুস সালাম


আবদুস সালাম

পরিক্রমা

বংশানুক্রমে বাস করে চলেছি যুগ যুগ
বাসঘরে ঝুলে রয়েছে প্রশ্ন চিহ্ন
অন্ধকার রাস্তায় হেঁটে চলেছে 
সম্পর্কহীন উড়ো খৈ

বিমূঢ় সময় চোখে পড়েছে ঠুলি
নির্ঘুম শ্লোগানে মুখর সন‍্যাসী আখড়া

নিত‍্যদিন একই ঘাটে স্নান
ভাগীরথী দুপাড় ভেঙে চলেছে অবিরাম
যুগান্তরের বাসযোগ্য উঠোনে
এঁকে চলেছি বিষাদের  আল্পনা

নীরবতার কাছে আত্মসমর্পণ করছে
অন্তহীন আততায়ী
অনবদ্য জাগরণ 
উড়িয়ে দিচ্ছে হাহাকার 
তবুও গান গাইছে বিবেকের বাঁশি







জন্ম ভূমি

ভূমিপুত্রের দেশে জনবিক্ষোভ উঁকি মারে
প্রতিদিন খবর  কাগজের পাতা ভরে আসে
আবার  অনেক খবর অগোচরে  হাহাকার করে
শ্লোগানের নিত‍্য প্রতিশব্দ সেথায় ক্রুরজাল বোনে

কুশপুত্তলিকা পুড়ে
আকাশ বাতাসে ছায়া ফেলে  প্রতিবাদের ভাষা
পুলিশ লাঠিচার্জ করে, ছোঁড়ে টিয়ার গ্যাস
চালায় এলোপাতাড়ি গুলি
ভূমিপুত্রের দল ঘুঁটি সাজায় পরবর্তী চিত্র নাট‍্যের

যাবতীয় মিথ্যাচারের গলা টিপতে ব‍্যার্থ হই
লজ্জায় নিজেকে ছিঁড়িখুঁড়ি বারবার
বিধ্বস্ত প্রাণ নিত‍্যদিন কেনাবেচা হয়

মগ্ন  ভালোবাসার মুক্তি মানে নির্ভেজাল আপোষ

সম্ভাবনাময় শিশুর কন্ঠে অগ্নিগাথা ওড়ে
দপদপ করে জ্বলে ওঠে বহ্নিকলা
সমস্ত বিলাপ চুকিয়ে প্রাণসমুদ্রে ওঠে ঢেউ
অবরুদ্ধ প্রেম গভীরশ্বাসের জলস্তরে ডুবে যায়
প্রতিদিন শুঁটকির মতো
খবর শুকোয় ভালোবাসার আকাশে
বিদ্ঘুটে গন্ধে মাতাল হয় প্রিয় জন্মভূমি







ভেসে ভেসে যায়

ধূলো মাখা জীবন
প্রেমের উষ্ণায়নে মধ‍্যবিত্ত জোয়ার
স‍্যাঁতসেঁতে ঘর
নষ্ট‍্যালজিক সন্ধ্যায় নেমে আসে রাঙা মেঘ
দিকশূন‍্য প্রেমের গতি বাড়তে থাকে