শনিবার, ২১ মার্চ, ২০২০

অনিন্দিতা সেন


অনিন্দিতা সেন

আলো

লাভার মত গড়িয়ে যায়
নির্বাক শব্দেরা হঠাৎ
বিস্ফোরণ... ও... আসে এমনই ভাবে!
দুলে ওঠে ঝাউবন
নিরঙ্কুশ নদীখাত
পোড়া দেহের গন্ধ পেয়ে পেয়ে
শান্তির পথে এখনো প্রবহমান!
আধ খাওয়া দেশ
যোনীর অন্ধকারে ডুবে থেকে
দুহাতে আলো ঘাঁটে,
বেঁচে থাকার ইতিবাচক আলো!







নৈঃশব্দ

চুপ....চু--প.... কথা
বলোনা আর.....
কথা বলোনা....!
অহেতুক শব্দমালায়
প্রেমহারা রিক্ততার!
ছুটে এস....  অনেকখানি
পেরিয়ে পাহাড় স্তব্ধতার,
দুই ভুরুর মধ্যিখানে
প্রেমময়  মুগ্ধতার,
আঁকা আছে চোখের তারায়
দৃষ্টি ভেজা সিক্ত দুপুর
রোদ্দুর মাখা পৌষালী দিন
মেঘলা বিকেল, ছায়ায় বিধুর!
সন্ধ্যে ঘনায় ঝোপে ঝাড়ে
জোৎস্না মাখা জোনাক পাখে,
শ্বাস যে যায় হৃদয়ে মিশে
আমি তুমির সংজ্ঞা শেষে!

      




রাকা ও নীল

নিজস্বতা বোঝে শরীর
মন যেখানে অলীক,
ফানুস গড়ে যখন তখন
ফেলে আসা দিন...মান!
স্মৃতি কথার পাহাড় জমা বুক
টুকরো হত যদি কখনো...
বিচ্ছিন্ন প্রেম ফিরে আসে বারবার!
আগুনে নিভে যেতে যেতেও
নীল থেকে যায় রাকার বুকে,
কায়া নেই, তাই কোন ছায়াও নেই!
অনুভূতি রেখে যাওয়া এই
শব্দমালার পাহাড়ে।