তাপসী লাহা
অবলোকনের ঈশ্বর
১)
মেঘ ছুঁয়ে ভেসে আছে অচিহ্নিত প্রস্তাব
কোথায় তোমার ঘুম,
অবলোকনের ঈশ্বর
অভিভাবকত্বহীন রোগে ভুগে কেটে যাচ্ছে
মোহকাল
একটুকরো নালক দাও,বুকে জড়াই ওড়নার মত
হাওয়ায় উড়ুক আবছা দর্পণের ইমেজারি।
২)
পেলব স্বপ্নঘোরে আজ দাড়ি
নিস্পন্দ রথের চাকায় চিবুক লাগা ক্ষয়
পরাজয় মেনে বিরতি ইতিহাসে হাসতে থাকে ফুল্লরারা।
৩)
কাল উষ্ণতা খুঁজবে রোদের মাঝে,
রোদও পোড়া হাত,একবার রান্নার পর বাতিল হয়ে যায়,
নখের কোণায় লেপ্টে থাকা অবহেলারা
সাধারণত হলুদ রঙের হয়।
৪)
একটা প্রাচীন গন্ধে একটা পোড়া বাড়ি আঁকব,
পোড়া খাদ্যের স্বাদু আলাপ ভুলিয়ে দেয়
জীবন তোমাকে কতটা ভালবাসেনি
জনবর্জিত এক নিবিড় আকর্ষ রুয়ে বাড়িটা
আমার মত হবে একদিন।