হরেকৃষ্ণ দে
আনন্দ দুয়ার
ফটকিরি বিকেল
দিনের ক্ষত হাতে ঘসে দ্যায়
নাশক চাঁদের আলো,
বেদনার একতারা বাউল
আবীরে ছড়িয়ে চলে
এলোমেলো নেশা রং৷
উদাস মাছি ভন ভনিয়ে
আগলে থাকে দুয়ার
নরম আলোর মাংসে
সময়ের হাড় বেছে যাই
ইতস্ততঃ আনন্দেরা পায়চারি করে
দুয়ারের গৃহপালিত সুক্ষ্ম মন৷
বুদ্বুদ
কত আলো, কত স্বপ্ন, কত সুর,
কত ভালোলাগা---
জমজমাট আগামীর স্টিচ দেওয়া প্রত্যাশা,
প্রতিটি প্রহরে বোতাম দেওয়া জামার স্কীন ফিটিং৷
মোজেইক চাহিদার টেবিল ল্যাম্প আজ
নিস্পৃহ হৃদস্পন্দনে
জিয়ল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রে ছটফট রত,
পোকাকাটা বেগুনগাছের হালহকিকৎ জেনেও
বুদ্বুদের খেলায় মেতে ওঠে সবাই....
ফিলিংস
একদিন পাড়ার রাস্তায়,
একদিন গ্রামের চৌমাথায়,
আরেক দিন রেশন দোকানের লাইনে
আরো কয়েক দিন পর ওষুধের দোকানে৷
এভাবে মাঝে মাঝে দ্যাখা হতে থাকে,
সব দ্যাখা হওয়া দিনগুলো নিয়ে
মনের চাকিতে বেলে যায়
ফিলিংসের রাস্তা, গ্রামের চৌমাথা,
রেশন দোকান, ঔষধ দোকান...
গোপন দৃষ্টির টান গিলে নেয়
আন্তরিক শিশিরের স্বচ্ছ আয়না,
কবিতার শরীরের মত অজস্র অক্ষর ঝোলানো
পাতার পোশাক, অনুভবের পায়চারি ঘিরে
ফিলিংস গুলো সেজে ওঠে
প্রিয় কবির কবিতার আলোয়.....