শনিবার, ২১ মার্চ, ২০২০

শংকর ব্রহ্ম


শংকর ব্রহ্ম

বড় লোভ হয়

কবিতা,কাছে এলে তুমি প্রাণ ভরে ওঠে
মন ভরে যায়
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়
          শুধু তোমারই জন্য এই বেঁচে থাকা।

ভালবাসাহীন এই মরুভূমিতে একমাত্র তুমিই মরুদ্যান,
তুমিই অমৃতসুধা এই গরল পৃথিবীতে
এই দুষিত পরিবেশে,তুমিই একমাত্র অক্সিজেন,
     তোমার জন্যই এই বেঁচে থাকা আমার।

তোমার অভাবে বড় কষ্ট পাই,দম বন্ধ হয়ে আসে
         তবু বলতে পারি না আমি কাউকেই,
শুধু মনে মনে বলি,তুমি কাছে এলে,
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়।







অকারণে

কত ভুল করে বসি নিজে নিজেকে বোঝার ভুলে
কেন করি কি যে হয় ? সে'কথা বুঝতে যাই মূলে
সে'কথা বুঝতে গিয়ে,কিছু ফুল ছিঁড়ে ফেলি
দেখি কারও মুখ অপমানে কালো
                                   কারও মুখ লজ্জায় লাল
কারও গন্ধ বুনো আর কারও গন্ধ মিষ্টি রসালো।

সব বোঝা সোজা নয় বলে নিজেকে বুঝি না ঠিক
                                   ভুল করি প্রতি ক্ষণে ক্ষণে
কত ভুল করি আমি নিজে
                   নিজেকে চেনার ভুলে শুধু অকারণে।






রুদ্ধশ্বাস

(১).
                                   ভালবাসার কথা
তোমার কাছে বলার চেয়ে গাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে পাখির কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে মাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলা মানে আগুনের কাছে বলা
যা পুড়ে যায়
তোমার কাছে বলা মানে নদীর কাছে বলা
যা ভেসে যায় স্রোতে
                                   তোমার কাছে বলা মানে
না বলা কথারা সব বুকে এসে জড়ো হয়
                                         শ্বাস রুদ্ধ হয়ে আসে।
(২).
তবু কবিতাকে ভালবেসে দুঃখে সুখে কেঁদে হেসে
যায় যদি যাক তবে দিন মনে তবু আশা ক্ষীণ
বন্ধু হয়ে পাশে কেউ তো দাঁড়াবে এসে
                               বুকে টেনে নেবে ভালবেসে।






পারদ

কুঁড়িও জানে না ফুল ফুটে ওঠে কেন
বালক জেনেছে শুধু
           বালিকার জন্য তার বুক পুড়ে ওঠে
আর বালকের কষ্ট দেখে
           বালিকার অবুঝ অভিমান শিমুল তুলোর মতো ফেটে পড়ে
           অকস্মাৎ কেঁদে ওঠে প্রাণ।

প্রত্যাশার পারদ বাড়তে বাড়তে
                 এমন একটা জায়গায় পৌঁছায়
তারপর আর কোন প্রত্যাশা থাকে না।
এরপর হতাশার নিম্ন চাপ শুরু হতে পারে
তখন সামলানো বড় দায়
           অযথা যতই কর না তুমি হায় হায়।






চাওয়া

        চেয়েছিলাম দুঃখটাকে গোপন করে রাখতে
সবকিছু আজ ভেসে গেল    অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে             গোপন ব্যথা ঢাকতে
তোমাকেই চেয়েছিলাম কেবল ভালবাসতে
       পোষাকটাকে চেয়েছিলাম লজ্জা ঢেকে রাখতে
একটি স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে
             একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
একটি নারী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
           আর কি সব চেয়ে ছিলাম তোমায় ভুলে থাকতে