হরিৎ বন্দ্যোপাধ্যায়
জানলা সিরিজ ১
গাছের হাওয়া
একটুও আমার ঘরে ঢোকে না
অনেক পরে দেখলাম
আমার ঘরে একটাও জানলা নেই
আমি কোনো জানলা নিয়ে আসিনি ।
জানলা সিরিজ ২
জানলা দিয়ে তাকাতে পারলেই
চোখের আলোয় একটা গোটা জীবন
দৃষ্টি চলে যাবে দিগন্তের ওপারে ।
তখনই বৃষ্টি নামবে ।
জানলা সিরিজ ৩
কাঁধে কাঁধ এসে লাগুক
হাতে হাত এসে বাঁধুক
জানলাটা খোলা থাক সারাদিন
যে কেউ যখন তখন
পড়ে নেবে জাতির ইতিহাস ।
জানলা সিরিজ ৪
সিঁড়ি দিয়ে
নামতে নামতে নামতে
যেখানে প্রথম বুকে চাপ ধরে
সেখান থেকেই জানলার শুরু ।
জানলা সিরিজ ৫
জানলায় বাস ------
সে তো রোদ্দুরের ঘরকন্না
সারাদিনের আলো
মুছে যায় হাঁড়ির গভীরের
যাবতীয় ভুসোকালি
পড়া যায় বট শিমুল পলাশ ।