শনিবার, ২১ মার্চ, ২০২০

সুকান্ত মজুমদার


সুকান্ত মজুমদার

স্পর্শ

প্রতি প্রহরেই অগনিত আমি
কারো না কারো সাথে জড়িয়ে উঠছি,
প্রগতির নরম দেহাংশে স্পর্শ হচ্ছি
আলোর বিপরীতে নীতি হীন বিপন্নতা
দুহাতে কুড়িয়ে নধর দেহে মাখছি।







আবহ

তুমি, সে তুমির কিছুটা এমনি
আমার অবারিত দৃষ্টিগ্রাহ্যের
আবদার ঘনিষ্ঠ স্মৃতি স্মারক,
শতাব্দী প্রাচীন কিছু বহমান উৎসুক নুড়ি
তোমার নদী, ঝর্ণা ও কুসুমিত মোহে
ধ্বংস হবার নিনাদেও সঙ্গীত আবহ গড়ি।







সাহচর্য

কঠিন মৃত্তিকার পরখে পরখে
উবে যাওয়া আদ্রতায় কিভাবে
প্রস্ফুটিত হও পলাশ?
কি এমন যন্ত্রনা তোমায় বিবশ করে
রঙিন হবার লাগি!
তপ্ত তৃপ্তির আড়ালে কোন সোহাগ
তোমায় উজানে ভাসায়?
তোমার নিরুত্তর অবয়বে আমার সাদা
রঙের একটি পাপড়ি নিও
আমার উদাস দুপুরে একটা ধুলো ঝড়ে
দিও কিছুটা রঙের সাহচর্য,
সান্ধ্যকালীন ঝিরঝির বাতাসে
তোমায় ছুঁয়ে যাওয়া অনুমতি দিও।