শনিবার, ২১ মার্চ, ২০২০

অভিজিৎ পাল


অভিজিৎ পাল

দাবি ১

এসেছি যখন দাবিগুলো পূরণ না হলে ফিরব না
দাবিগুলো ছড়িয়ে দেব বন্ধুদের মধ্যে
বন্ধুরা ছড়িয়ে দেবে তাদের বন্ধুদের মধ্যে
সারা পৃথিবী জুড়ে তুলে আনব সমর্থন
তুমি তাকিয়ে দেখবে দাবি কত ভয়ঙ্কর হতে পারে
নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকবে তোমার চেয়ারের সামনে
এতগুলো দাঁড়িয়ে থাকা মানুষের সামনে
বসে থাকার মতো স্থিত হতে পারবে না।




দাবি ২

দাবিগুলো ছড়িয়ে পড়লে বুঝতে পারবে
আমাদের দাবিগুলো কোনোদিনই নিটোল
আত্মস্বার্থের দিকে তাকিয়ে ছিল না
একটা একটা করে আবেদন করেছি
ফিরিয়ে দিয়েছ এতদিন অনায়াসে
টেবিলের তলায় খেলেছে রাশিবিজ্ঞান
এবার এসেছি সমবেত সাজে
রণসজ্জায় আপাদমস্তক ঢেকে
এসেছি আমাদের অধিকার বুঝে নিতে
তুমি আর ফিরিয়ে দিতে পারবে না
মুছে যাবে তুমি।




দাবি ৩

একটার পর একটা অভিঘাত সহ্য করেছি
মারের বদলে মারতে পারিনি তোমাদের
আমরা বিশ্বাস করি এই ক্ষুধার্তের দেশে
শুধুমাত্র দুর্বলেরা অনশন মঞ্চ সাজায়
আমরা ওদের সঙ্গে বসতে পারিনি,
এতটাও অহিংস নই আমরা
নমনীয়তাকে আমরা ঘৃণা করি
যতটা ঘৃণা করি অন্যায় অধিকারকে
শুনে রাখো, বিশ্বাস করো,
অনৈতিক কিছুই কোনোদিন আমরা
দাবি করিনি তোমাদের কাছে
তুমি নির্বাচিত অযোগ্য বলেই বুঝতে শেখনি।





দাবি ৪

সময়ের অধিকারী তুমি সেজে বসে আছো
আমরা জানি টেবিলের ওপারে বসে থাকার সময়
তোমার হাতে অজস্র ক্ষমতা খেলা করে
টেবিলের উল্টোদিকে আমরা ক্ষমতাহীন
আমরা ক্ষমতাহীন প্রাণগুলো শুধু একটু
ভালোভাবে বাঁচাতে চেয়েছি
আমাদের এই দাবিগুলো তুমি নেক্কারজনক
অবমাননা দিয়ে ভরিয়ে দিয়েছ
আজ এসেছে সময়
দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে আছ ভয়ে
তোমার আর পালাবার পথ রাখিনি!




দাবি ৫

রক্তবীজের মতো বাড়ছি আমরা
বাড়তে থাকব রাজ্যে দেশ বিদেশে প্রান্তরে
একটা মৃত্যু বাড়িয়ে দিচ্ছে আরও মনোবল
এতটা ভয়ঙ্কর হতে চাইনি আমরা
আমরা শুধু বাঁচতে চেয়েছিলাম
আগুনের শিখা দিয়ে প্রদীপটুকু সাজাতে চেয়েছিলাম
তুমি আমাদের হাত দিয়ে দাবানল জ্বালিয়ে দিয়ে
ধ্বংস করে দিলে অনেককিছু
কখনও ভাবিনি দাবিগুলির সামনে নত হয়েও
পরক্ষণেই তুমি তোমার বিষদাঁত ফুটিয়ে দেবে
আমাদের সবার বুকে
আমরা তোমাদের বিশ্বাস করতে চেয়েছিলাম...




দাবি ৬

বলিনি সব কথা।
আজ পর্যন্ত যত কথা বলেছি,
তার থেকেও না বলা কথা রয়ে গেছে বেশি।
বলিনি, বলতে চাইনি।
ভাবতাম তুমি বুঝে নেবে।
আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল
তা বুঝতে বুঝতেই কেটে গেছে কত বছর
বিশ্বাস করিনি, কখনও তোমার মতো করে
তোমাকেই ভালোবাসতে শিখব।
আদরে সোহাগে ভরিয়ে দেব
আজানুলম্বিত প্রেমপ্রবাহ
তুমি বলতে, তোমার মতো করে আর কেউ
ভালোবাসতে পারবে না আমাকে।
আমি হেসে কথাটা হালকা করে দিতাম
আর মনে মনে বিশ্বাস করতাম।
বুঝতে দিইনি তোমাকে আমিও
ভালোবাসতে জানি।
প্রতিটি চুম্বনের সময় আমারও চোখ
বন্ধ হয়ে এসেছে আন্তরিক তৃপ্তিতে।
এর মধ্যে কণামাত্র ফাঁকি নেই আমার।
আজ সমস্ত বিষণ্নতা মাখানো রাতের বুকে
আমাদের মেনে নেওয়াগুলোর ওজন বেড়েছে।
বড় ভারি হয়ে উঠেছে আজ সবকিছু।
ঘুরে দাঁড়ানোর চেয়ে দূরে দাঁড়ানোকে
শ্রেয় বলেই জেনেছি দুজনে।
ব্যবধান বাড়েনি, ব্যবধান বাড়ে না এভাবে।
যে কথা এতদিন বলিনি, আজ বলছি।
আমিও ভালোবাসতে জানি।
সমস্ত দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও
তোমার কোনো বিকল্প তৈরি হবে না।
আমাদের পথ ভিন্ন, মত ভিন্ন
তবুও আমরা এক।
আমাদের প্রেমের দিনগুলিতে দৈনন্দিন প্রয়োজনের চেয়ে বাড়তি কিছু ছিল।
সমস্ত সম্পর্ক কোনোদিন পরিণতি পায় না।
সমস্ত সম্পর্ক হিসেব করে মেলে না।