শনিবার, ২১ মার্চ, ২০২০

সুলেখা সরকার


সুলেখা সরকার

ওরা তিনজন ঠিক
কিভাবে কথা বলে...


(১)

বাইবেলের পাশে বসে থাকতে থাকতে
কখন জানিনা সূর্য সরে গেছে যীশুর মুখ থেকে।
অমন করে কি দেখছো?
এখানে জেরুজালেম নেই।
'দ্য লাস্ট সাপার' ঝুলছে একা।
সুর আর সুরা নিয়ে বয়ে যাওয়া দরিদ্র নদী
খুঁজছে অন্য লিওনার্দো।






(২)

'দ্য ক্রিয়েশন অব আদম' কেন এঁকেছিলেন?
অ্যাঞ্জেলো হেসে বললেন, 'তোমার জন্য'
কিছুটা লজ্জা পেলাম।
বললাম, ওটি সিসটাইন চ্যাপেলের সিলিংয়ের।
উনি হাত ধরলেন
উনি আমার হাত ধরলেন
বললেন, এই যে তুমি আর '' মানে আমার প্রিয়তমা
দুটিই আমার বর্তমান। 
দেখলাম মাইকেল অ্যাঞ্জেলোর অবশ দুটি চোখ
ক্যানভাসের মতো গিলে নিচ্ছে আমাদের ছায়া।






(৩)

প্যালেটের ওপর পৃথিবী ও মানুষ রাখলেন ভ্যান গগ
মেন্টাল এসাইলামের পশ্চিম জানালায় রাখলেন
২১টি রাফ বিষন্নতা, সাইপ্রাস গাছ
একটি প্রথাবিরোধী টাওয়ার ও পোস্ট - ইমপ্রেশন। 
গ্রামের ওপর শুইয়ে দিলেন আকাশ এবং সাইত্রিশের মৃত্যু।
সংক্রামিত হচ্ছে রোগ,
একটি চাঁদ ঝুলতে ঝুলতে নেমে এসেছে পিঠে,
অগ্নি গোলকের মতো ১১ টি তারা
ঘুরপাক খেতে খেতে ঢুকে পড়ছে তৈলচিত্রে।
এন্ড অব দি লাইফ।
নীরব 'দ্য স্টারি নাইট'
অন্ধকার কাগজে ঢুকে পড়ছে নীলচে আকাশ
পেন্সিল ও ভ্যান গগ।