শনিবার, ২১ মার্চ, ২০২০

মহ. ওলিউল ইসলাম


মহ. ওলিউল ইসলাম

শেষ কাল

অন্ধকার ছুঁয়ে  জীবনদশা
শেষ কলায় বেঁচে থাকা চাঁদ কল্পনায় মৃত্যু আঁকে|
ফুরানোর তাগিদে
আয়ুর বাড়ন
আবেগ মাপিয়ে
এ দশার পুনঃ গঠন!

কর্মের তিলক অনামী জলাধারে?

পাটোয়ারী চেতনায়
নির্ঘুম লক্ষ্য আশিস হাকিয়ে আনে|
কর্তব্যের শেষে
বেগানার সৎকার|
তবুও লড়াই ভর মেপে চলে
অন্ধকারে পথের পাঁজর খুলে|

     





প্রীত্যাভাম

কাহিনী আরও একবার বাড়িয়ে নিলো নিজেকে,
তামাশার দেহে জমে থাকা মেদ ঝরলেই আমি খুশী |
জীবনের পঞ্চকলি শেষ যাত্রায় বেঁচে উঠলে
নাগরিক হওয়া আরো একবার(!)
উগ্র ছোবলে নতুন আহ্ববান
ভাগ্য বিঁধিয়ে হাত ডোরে মরশুমি খেলা,
জাগিয়ে রাখে দর্শক|
নেশা ফুরিয়ে নির্মোক মোচন(!)
ইঙ্গিত ফুরালেই|
শেষ দফা পাপী হয়ে উঠি,
সন্দেহ  ঘুমোতে দেয়নি বলে|








অবশেষ: অবশিষ্ট

গৈরিক কেন্দ্রে
অম্লতা ধুয়ে দেয় মিচিগান এসে|
অনিচ্ছার কাঁধ জুড়ে এক ফালি শৃঙ্গার;সপ্তর্ষি  কলেবরে|
তুন্দ্রা'য় ঢাকা পড়ে  পরিচ্ছদ,
ভেজা উনুন
দাবানল গিলে খায়
_যেন হেফেস্তাস(!)
ফাটল পেরিয়ে মরীচিকা সাথী হয়
অবুঝ কাঙাল বেশে|
আদিম চাহনি ঠাঁই খুঁজে নেই ক্লান্তির কফিনে
_বিশ্রাম ডুবে থাকে পূবের আকাশ মেখে|