তরুণ প্রামাণিক
তোমার অপেক্ষায়
তোমার জন্য অপেক্ষা করতে করতে
আমি যে সেই কবেই ফুরিয়ে গেছি,তা নিজেই জানি না!
যেভাবে শূন্যে বুদবুদেরা মিলিয়ে যায়,ঝরা বকুল গন্ধ হারায়।
আজ এই অবেলায় এসে বার বার মনে হয়,
ওই কাজল কালো শ্রাবণ মেঘ সাঁতরে পার হওয়ার কথা ছিল দুজনের!
কথা ছিল নীলচে বৃষ্টির অঝোর ধারায় ভিজবো একসাথে!
ভেজা কদমের পাপড়ি খসে পড়বে তোমার ভেজা এলো চুল বেয়ে,
টুপ্ টাপ করে,নরম বুকের দ্রুত ওঠানামায় ।
গরম শ্বাসে ভেসে যাবো অন্তহীন ভালোবাসার দীর্ঘচুম্বনে!
ভালোবাসলে মেয়েরা নাকি চঞ্চলা নদী হয়ে যায়
আর ছেলেরা জ্বলন্ত কাঠ!
যে আগুনের আলিঙ্গন একদিন বেঁধেছি তোমায় একান্তে,
সম্পর্কের নিম্নচাপে তার হয়েছে ছুটি।
আজ না হয় তা একান্ত আমারই থাক।
হিসাবের খাতায় বেড়েছে বয়স,যন্ত্রনারাও অনেক পরিণত।
হৃদয় জুড়ে তোমার আসা যাওয়ার চিহ্ন
এদিকে ওদিকে সযত্নে রয়ে গেছে এখনো।
প্রতিদিন ভোরে নতুন করে জন্মাই,
প্রতি রাতে স্বপ্ন নামে দুচোখ জুড়ে,হৃদয়ে রক্তক্ষরণ!
মন বলে এর আগে বহুবার বহু যুগে জন্মেছি,
ভরা শ্রাবনের ভোরে,শুধু তোমার অপেক্ষাতে।
ভালোবাসা
বলতো ভালোবাসা কি?
ফোলা আর কালশিটে
ঠোঁটের কোন গড়িয়ে ঝরে পড়া
জমা রক্তের নির্যাস!
নাকি,
নীলচে রাতের চন্দ্রাহত।
রাত জেগে,
সাদা ভাতের গন্ধ মেখে থাকার অনন্ত প্রতীক্ষা!
নেশাতুর ঘোলাটে চোখের চাওনিতে চোখ রেখে,
ক্লান্ত মশালের আলোয়,
ফের অত্যাচারিত হওয়া!
এবার বলতো,
সত্যিই ভালোবাসা কোনটা ?
নির্বানের আগে
নির্বানের আগে,
আমি শেষ বারের মতো ফিরে এসেছি,
মাঝ দরিয়ার নিঝুম নৌকা থেকে।
পথের ধুলায়, খসেপড়া ছাতের কার্নিশ জুড়ে
ঘুমন্ত দুপুরে আমের আচারে।
বুড়ো বটের ঝুড়ি ধরে ঝোলা সাথীরা,
হারিয়ে গেছে সেই কবেই,কালে কালে
স্মৃতির ধূসরে গভীর অস্তরাগে।
আমি ফিরে এসেছি সব বাঁধার পাহাড় সরিয়ে,
ভোকাট্টা শৈশবে! তেপান্তরে উড়ে যাওয়ার আগে
তোমাকে একটিবার শুধু দুইহাতে
আলিঙ্গনের গভীরে জড়াতে চাই,একটিবার!
শেষ বারের মতন আরো একবার ছুঁতে চাই
শ্রাবনের জমা জলে উদ্দাম হুল্লোড়ে,
বৃষ্টি ভেজা নরম রাতে,মায়ের বুকে মাথা রেখে
একাকী চুপটি করে!
ভিড় ঠেলে এসে দেখি,
একদা সঙ্গী ছিল যারা,ফিরে গেছে সবাই!
শুধু আমি একাকী নিশ্চুপ চরাচরে।
অন্ধকারের গন্ধ মেখে নিভে যাওয়া বাতিঘরে,
দাউ দাউ করে জ্বলছে চিতা।
নোনা হাওয়ায় শুধু ভাসে, সেই কবেই -
ডুবে যাওয়া জাহাজের মাস্তুল।
যেখানে কত,সাজানো ছিল উপাখ্যান শত,
বিরহের মতো সুকরুণ বিষাদে।
ফিরে এসে দেখি! নির্বাক রাত্রিরা কেমন অসহায়,
সেই কবেই ঝরে গেছে শুকতার,নিঝুম
মহাকালের দরবেশ, নিঃসঙ্গ,একাকী!