সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

রাহুল গাঙ্গুলী


রাহুল গাঙ্গুলী

নরখাদকের শেষ ?
(১টি প্রাথমিক পান্ডুলিপির খসড়া)


মাংসের ভিতরেও পোড়াগন্ধ
তোমার ~ তলপেট শেষে ০
আমার ~ তলপেট শুরুতে ভরাট
এইমাত্র ক্যালেন্ডার-পাতায় চুমুক
বৃষ্টিচুমু & নিরাকার পৃথিবী

ভারহীনতায় ~ [ব্ল্যাকহোল + ঘাম]






গোপন-অগোপনে ~ রাত বাড়ানোর খেলা
এসো।গভীরতা এসো
ঘি-পেচ্ছাপে শুদ্ধ হোক কঙ্কাল-শয্যা
কামড়ে ধরো ~ অস্থি - মজ্জা - মিউকাস্ - হাড়

খালিপেট।কয়েকটুকরো আয়নারঙের আবেদন






অনিয়মিত বর্ষাপাতার পর-পরই ______
বাঁ হাতে ~ ভ্যাজাইনার সোঁদা গন্ধ
তার ১টা [ বদ্বীপ / বুদবুদ ]

আহুতি খেয়ে ফেলছে আকরিক শরীর
খাদক-খাদ্যের মতোই ~ চাঁদ-আকার।যেন
সযত্নে রাখা }}} তরলীকরণ & বরফ

মা'শব্দে ~ মাটি।মানচিত্র।মানুষ
অনেককিছুই লেখা যায়_____







হাতড়ালেই ~ ঝাঁঝালো গন্ধের চূড়ান্ত

খয়েরি বোঁটা চেটেচেটে অন্ধকার-মেহন
অনেকটাই____
সাবমেরিন ঢুকছে তলদেশে
অথবা                 মহাকাশে ল্যান্ডরোভার

ইলাস্টিক।দড়ি।তড়িৎ।ম্যাগমা।ম্যাগাজিন্
খানিকটা
ব্রেসিয়ার।প্যান্টি।মাংস।রোমকূপ।জরায়ু

এসবই নিঃশর্ত কবিতার অবশেষ
হলুদ উৎসেচক্ মেখে নিলে ~ পোড়ামাটির খেলনা





গতিবেগ বাড়ছে।অতএব নতুবা কিন্তু _____
প্রবল জলোচ্ছ্বাসের পর ~ ১টা উভচরী জন্ম
আসলে নীলআলো
চোরাগর্ত - বালি - প্রতিপক্ষ - প্রতিপদ সামলে
হেই সামালহো আবাদজমিন
আদপে বিশ্বাস হচ্ছে না
প্রকৃত ধর্ষনের পর প্লেটোনিক ভালোলাগা তীব্রতর