দেবাশিস
ঘোষ
কিছু
ব্যর্থতা ও তাদের ধুলোবালি
কয়েকটি
ব্যর্থতার কথা সুতো বেয়ে পৌঁছে যায়
ঠোঁটের
সন্ধিতে। সে রাতে ভীষণ ভিড় । বিধাননগর।
আমরা পারিনি
। চলে গেল ট্রেন।
পরের পঁয়ত্রিশ
মিনিট আবেশের ছাই ঝেড়ে ঝেড়ে
চোখের
উপর রাত ধনুকের মতো
নামিয়েছে
ফ্লাইওভার। ঘুমিয়ে থাকা থালা,বাটি, ফুটপাথ
পেটের
চর্বির ভাঁজে লুকোলো শহর।
#
খড় ও
মাটিতে দেবী দুর্গা দিনে দিনে রূপবতী,
অদেখা
দুচোখ আঁকা ভেজা ছায়া মেলে দিয়েছিল
#
প্রামাণিক
সিনেমায় অমিতাভ বচ্চনের কুলির পোষ্টার
ঝাঁকড়া
চুলের অমিতাভ, মুখভর্তি প্রতিশোধ, রক্ত মাখা মুখ
টিকিট
মেলেনি । ছোটো বুকের ভিতর নিভে গেল দীপাবলী ।
#
শীতের
দুপুর জুড়ে স্কুলমাঠে বাংলা ক্রিকেট। হঠাৎ লোপ্পা ক্যাচ ! শটটা রাজার ।
হাতের
তালুতে পড়ে উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে নেমে গেল
ক্যাম্বিস
বল। আন্টার্কটিকার দিকে। কয়েকটা ধিক্কার এল বরফের।
বাইরে
নরম রোদ ভিতরে ফাটল ধিকধিক ।
এইসব ধুলোবালি
ছাই আর বরফের ছেঁকা
আমাকে
বানিয়ে ফ্যালে রোদে জলে ভরসা কে সি পাল
ব্যর্থতার
ইতিহাস ছায়াপথ ছেড়ে আমাদের পাড়া হয়ে
মঙ্গোলিয়া
পার করে চলেছে শুধুই।
সাফল্য
ঝলকমাত্র, মুহূর্তের ঈশ্বরকণা।
শীর্ষদেশ
থেকে নেমে
তোমাকে
শান্ত হতে বলেছি মানে এই নয়
তুমি নীরব
হয়ে যাবে
তোমাকে
আগুন হতে বলেছি মানে
ফেটে পড়তে
বলিনি
দু দুটো
চূড়ার মাঝেও গহীন এক উপত্যকা থাকে
তাতে তুমি
ছোঁয়াবে না পা?
দেখবে
না ঢালু বেয়ে কিভাবে নামতে হয়
কিভাবে
উঠতে হয় ফের?
নীরবতা
শিখে নিতে হয়, ফেটে পড়াও
দু দুটি
চূড়ার কাছে ছন্দিত যাওয়া আসা শিখে নিতে হয়
ধ্বংসেও
ছন্দ আছে তাই রুদ্র নাচ
তোমাকে
জলের থেকে, আগুনের থেকে
একে একে
নিতে হবে বিভিন্ন আয়ুধ
জলেও আগুন
থাকে আগুনেও জল
যে কোনো
চূড়ার নিচে বাস করে জটিল পাতাল
নিচ থেকে
স্বর্গ শিখে নাও
পতনকে
ভয় পেতে শিখে নাও, শীর্ষদেশ থেকে
আমাজন
জ্বলছে
আমাজন
জ্বলছে
আঁচ এসে
পড়েনি এখানে
আমি তো
আগুন দেখি সবুজ দেয়ালে ঝোলা এলসিডি স্ক্রিনে
স্ক্রোল
করে চলে যাই - দড়ি বেঁধে ব্রিজ থেকে দলিতের দেহ
নেমে আসে
অপপথে শ্মশান যাবে সে-
শেষবার
পুড়ে যেতে
আমাজন
পুড়ে যায় স্ক্রোলের ভিতরে
অন্তর
পোড়ে কি তবে? স্ক্রোলসুখী আমি।
টিভিতে
আগুন দেখি জঙ্গল পোড়ে
জঙ্গলে
মানুষ থাকে, পশু পাখি নবীন ও প্রবীন গাছেরা
পৃথিবীর
ফুসফুস আমাজন পোড়ে
পাখী ফুল
সাপ ব্যাঙ বানর কুকুর নিয়ে বেড়ে ওঠা আমাজন
সূর্য
নিষিদ্ধ তার বিপুল বিস্তারে
আমাজন
কেউ নয়, দূরের জঙ্গল
পুড়ে
যাক দাউদাউ
শিল্পনগরী
করে দিতে চাই গোটা পৃথিবীটা
আমি তো
আগুন পুষি অন্তরে বাহিরে
সভ্যতার
ইতিহাস প্রমিথিউসের রোজ পুড়ে যাওয়া
আগুনে
গড়েছি
পুড়ে
যাক অন্ধকার গাঢ় আমাজন
পৃথিবীকে
মুড়ে দেবো কংক্রিট চাদরে
তার গায়ে
এঁকে দেব দশ লাখ গাছ
ডালে ডালে
পশু দেব পাখিদের গান
স্পিকার
বসিয়ে দেবো নিউ আমাজনে
তাহলে
কিসের শোক কর হে অর্জুন!