জাকিয়া এস আরা
রাত, ঘুম এবং আমি
রাত আর শূন্যতা
একই সরলরেখায়
দাঁড়িয়ে
রাত দীর্ঘ হয়
একাকীত্ব বাড়ে
রাতের বন্ধু তেমন নেই
সবাই কেবল দিনকে চায়!
আয় রাত, আয় ঘুম, আয়,
আমরা এক রেখায় মিলিত হই!
আমন্ত্রণ
আমাদের মুখের কথায় সভ্যতা নেচে ওঠে
কবে কোনকালে যেন শুনেছিলাম পরান মাঝির গান
ওতে তার জীবন রহস্য ছিল, অচেনা আঁঁধারের রুপক ছিল
ঝরাপাতার ফিসফিস যেমন বলে দেয় আগামী প্রজন্মের কথা!
খাকি পোশাকের বুটের তলায় যখন স্বাধীনতা নেচে ওঠে
ইথারে ইথারে চুপকথারা
তখন গোল পাকায়
আমাদের মুখের কথায় সভ্যতা নেচে ওঠে
তৃণে তৃণে বার্তা
পৌঁছে যায় জাগরণের
কালোর ভেতরে জন্ম নেয় শাদা যিশু
কে কোথায় আছ, এস
স্নাত হই একই ধারায়
কথা বলার দিন আসবে
বাউরি বাতাস ও ঝরাপাতায়
আমার পুরানো প্রেমের বারতা
একদিন আমিও ছিলাম,
" শবরী ""
সূর্যমুখী তুমি হেসোনা ক,
ও রোদ তুমি নজর দিয়োনা ক,
আমি সরষেফুলের পোশাক
পরেছি
আমারো কথা বলার দিন
আসবে !
বেঁচে থাকার পাসওয়ার্ড
এক উন্মত্ত ঝড়ে
পাল্টে গেল শামুক
জীবন,
সবুজাভ জমিনে
কমলা আগুনের হাসি,
কালো ধোঁয়া গ্রাস করে,
সুখের শরীর,কিছু মানুষ
খুঁজছে এখনও, কেবল
বেঁচে থাকার মিসিং
পাসওয়ার্ড !