সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

শর্মিষ্ঠা ঘোষ


শর্মিষ্ঠা ঘোষ

পড়িনি 

গুটিয়ে ফেলবো ফেরারি দিন তোকে কিছু না বলেই
তোকে আলগোছে না দেখে শুভরাত্রি বলব শেষকে
এরকম কখনও হয় না এরকম এখনও হয়নি  
এরকম হলে ভাবিস গোলমাল কোথাও নিশ্চয়

আগাম বিপরীত ভেবে তোলপাড় করে দিচ্ছিস প্রাপ্তি 
এরকম হলে প্রতিপন্ন এগোনো নিখাদ শব্দ গিলোটিন 
আমি শব্দে বাঁচি না শব্দে রাখিনি শব্দে ভাবিনা তোকে
যত ভেদবিদ্যাই জানুক কথাসরিৎসাগর কখনও পড়িনি







আমি ভেবেছি

আমি কিছু সনাতন শুরুর কথাই ভেবেছি অবিরাম
কিছু পূজা পরম্পরা একবগ্গা সাঁতার তোমার অম্বুজে
হার্ডল পেরিয়ে পেরিয়ে পৌঁছে যাবার রাস্তাই ভেবেছি
ভেবেছি আরো কিছু না যেন বাকি থাকে দিতে








ভুলে যেও

আমি কি আদৌ দাঁড়াই কোথাও তবে
এখানে শাঁখের করাত কেটেছে ডানা
তুমি ছেড়ে গেলে নিদ্রিত বেখেয়ালে
তুমিই চাওনি  সচেতন বসে থাকা
দেখেছি তোমার শিথিল অলস দেহ
আদর আভাসে মমতা ছুঁয়েছে প্রেম
ঝুরো কপালের সীমান্ত চুলে চুমু
খেয়েছি হয়তো ভুলে যেও তুমি প্লিজ