শ্রাবণী সিংহ
রিপুবিষয়ক
মুখচোরা ঘরকুনো এক কান্না-ভেজানো দরজা দিয়ে ঢুকছে
অসহায়ভাব
হীনমন্যতা যাচ্ছে দেয়াল ঠুকে
অসমান হাতবাক্সে জমা রেখেছি ছেনি- হাতুড়ি
আমরা সাবেক দেয়াল ভেঙ্গেছি
ভার্চুয়াল দুনিয়ায় পা ফেলে
স্বপ্ন দেখতে শিখেছি
ব্যক্তিগত স্টারডমের
আমরা শুধু শুধু আস্তিনে পুষছি
ছয়টি হলদে কালান্তক সাপ
রিপুর ...
দুরত্ব ও চুম্বক
দু'টো পৃষ্ঠা জোড়া লেগে যাওয়া উপন্যাসও
পড়ে ফেলা যায়
জোড়াতালি দিয়ে
কিন্তু জীবন........?
কিছু ডটের থেকে খানিকটা দুরে প্রশ্নচিহ্ন রেখেছি
কারণ দুরত্ব ও চুম্বক আকর্ষণ বাড়ায়
তুরীয় পর্যায়ে আগুন জ্বালে
মানুষ-মানুষীতে।
বৈধতা ছাড়াও ছাড়পত্র মেলে তখন।
এ আঁচ আগুন
প্রতিকার শুধু একটা শব্দ না
বহু শব্দের সমাহার ...
আজ পুড়ছে আমাজন
কাল কি তবে চিলাপোতার অরণ্য?
পরশু ভীমবৈঠকার জঙ্গল?
উচ্চকোটি গর্হিতরাই
দেশ এখন
তবে এ আঁচ আমজনতা আমাদের গায়ে লাগবেই
কারণ মধ্যবিত্তের দেয়াল তেমন পুরু হয় না তবে
গরিমা ও অস্তিত্বের অহং কারে যথেষ্ট মজবুত।