সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বিশ্বজিৎ মাইতি


বিশ্বজিৎ মাইতি

বউ বিষয়ক কবিতার রচনা পদ্ধতি


'বউ' সম্পর্কে কবিতা লিখতে হলে
আপনি নিশ্চিন্তে 'কিচির মিচির 'শব্দটি বসান।
খেয়াল করুন, আনন্দে  বউয়ের গলা থেকে
আপনার নিকট  প্রায় অর্থহীন 'কিচিরমিচির' শব্দই বের হয়।


বউয়ের ডাক হিসাবে
আপনি 'মিয়াও' শব্দটিই ব্যবহার করুন।
এর পরই আপনি সত্যি সত্যিই খেয়াল করতে পারবেন
আদুরে বউয়ের  গলা থেকে ওই শব্দই বেরোয়।


'ভোর'শব্দটি লিখুন চোখ বুজে---
তার পর ভোর ঘুমে বিভোর বউয়ের দিকে তাকাবেন
তার ভেতর জেগে থাকা
অপার্থিব মেদুর আলোটি  স্পষ্ট হয়ে উঠবে।


বউকে নিয়ে লেখা কবিতায়
'আকাশ 'শব্দটি  এটি অবশ্যই লিখবেন,
আপনি  খেয়াল করুন আর নাই করুন,
আকাশের রঙের মতোই
বউয়ের মনের ভাব ও ক্ষণে ক্ষণে পাল্টায়,
কিন্তু তার অকল্পনীয়  ব্যাপ্তি  ও গভীরতা সবসময় অক্ষুন্ন থাকে।







ঘরবাড়ি

ঘরবাড়ি ঝকঝকে ছবির মতো
দেওয়ালে আঁকা ফুল লতাপাতা যেন জীবন্ত!
গৃহকর্তার ব্যবহার আন্তরিক।
গৃহবধূর ঘোমটার সংকোচ।
রাত্রি জোনাকির কল্পনায় উজ্জ্বীবিত।







ব্যাঙ

একটি ঘাসফড়িং
সকালবেলা আমার পড়ার  ঘরে ঢুকে
লেখার  টেবিলের নীচে,
কখনো আমার বইগুলোর ভেতর
ঘুরে বেড়াতে লাগল!
আমিও লেখা -পড়া বাদ দিয়ে
দেখতে লাগলাম তাঁর চলনের ঠাটবাট!
ব্যাঙের মতো হাঁ করে।