বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

অমিত পাটোয়ারী


অমিত পাটোয়ারী

তিন পাঁচে সহজিয়া

              

খোলা চোখ উপড়ানো সহজিয়া
অনঙ্গ বাউল দুনিয়াতে        লাউ খায় তর্জনি একা
কন্ঠি বদল একসাথে





              

স্কুলবেলা স্কুলবেলা ধোঁয়াটে গঠন
এল কি ডিপ্রেশন মনে ?  স্মৃতি তার অস্থি ও মজ্জায়
জড়ো হয়ে কথকতা শোনে






            

বারবার আজানে জড়াও
কবে সেই ভ্রূণমূল ছিঁড়ে       নিজেদের আরামবসত
বানিয়েছি যত্নে শরীরে






            

তীর-ধনুকের বেশে ট্রাকে
অপ্রেমিক দুপ্রেমিকা নিয়ে       উড়ন্ত পূর্ণিমা রাতে
দোঁহা লেখে ছিলাকে জানিয়ে






           

বিলের পাড় ধরে জমে থাকা গন্ধীফুল
দিন গোনে চাবুকের মারে       পাগলের মতো আজ একা
মালী গেছে ভোটের প্রচারে